আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া

সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে মতামত জানিয়েছেন মৈনাক সরকার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
................................................
#পাঠ_অনুভূতি 

      দুর্লভ সূত্রধর বাবুর লেখা 'আহাম্মকের খুদকুড়ো' বইটি পড়তে পড়তে মনে হচ্ছিল এক টাইম মেশিনে চেপে নিজের অতীত জীবনে পৌঁছে গিয়েছি, তারপর ফেলে আসা জীবনের প্রতিটা ধাপ যেন আবার নিজের চোখে ঘটতে দেখছি। এই বই যেন এক দর্পণ। আসলে বিংশ শতাব্দীর পূর্বে জন্মানো ছেলেপুলেদের ছোটবেলায় মুঠো ফোনের বাড়াবাড়ি বা অভিশাপ ছিল না, তাই মা ও প্রকৃতির আঁচলের ছায়ায় বেড়ে ওঠার গল্পগুলো, তাদের ছেলেবেলা, স্কুলজীবন, কৈশোর পার করার গল্প গুলো কমবেশি প্রায় একই রকম। লেখক নিজেকে যেরকম আহাম্মক মনে করেছেন, সে সময় সেই রকম আহাম্মকের সংখ্যা আসলেই অনেক বেশি ছিল। বইটির প্রথম পৃষ্ঠা থেকে হামাগুড়ি দেওয়া শুরু করে হাঁটতে হাঁটতে কখন যেন বড় হয়ে শেষ পৃষ্ঠায় চলে এলাম অথচ ঘোর সেই বইয়ের মধ্যেই রয়ে গেল।

      বইয়ের পৃষ্ঠা এবং ছাপার কোয়ালিটি অত্যন্ত ভালো। আর প্রচ্ছদটিও আলাদাভাবে উল্লেখযোগ্য। বইয়ের সাথে সামঞ্জস্য রেখে শিল্পী সৌজন্য চক্রবর্তী মহাশয় অসামান্য দক্ষতায় প্রচ্ছদটি এঁকেছেন। 

🍁 বইয়ের নাম : আহাম্মকের খুদকুড়ো 
🍁 লেখক : দুর্লভ সূত্রধর
🍁 প্রকাশনী : সুপ্রকাশ
🍁 পৃষ্ঠা সংখ্যা : ১৯০ (হার্ড কাভার)
🍁 মুদ্রিত মূল্য : ৩০০ টাকা

🗓️ ১৭.১০.২০২৫


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।