নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের বই 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন কুর্চি সুমনা। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.......................................................
ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট টাউন। একসময় মিনি ইংল্যান্ড হিসেবে পরিচিত ছিল এই শহরটি। কিন্তু সময়ের স্রোতে শহরটি হারিয়েছে এর বিদেশি জৌলুস। টাউনটি এখন মৃ ত গঞ্জ যেখানে বাস করে মাত্র কয়েকটি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার আর সেই অঞ্চলের কিছু আদিবাসী মানুষ। শোনা যায়, এই গঞ্জে যারা বাস করেন, তার মধ্যে অনেক মানুষই মৃ ত। যেন তারা বেঁচে থাকে ছায়ায়। জীবিত ও মৃ তদের না কী আলাদা করা যায় না।
এর মধ্যে গঞ্জে লুকিয়ে থাকা কাঠ মাফিয়াদের নিয়ে খবর করতে আসেন ক্রাইম রিপোর্টার তনয়া ভট্টাচার্য ( "শেষ মৃ ত পাখি"তে উল্লিখিত সাংবাদিক)। তনয়া থাকতে শুরু করেন গঞ্জের জঙ্গলের ভেতর চার্চের পাশে ডেভিড ব্রাউনের স্যাংচুয়ারি হোমস্টেতে যার এখন মালকিন ডেভিড কন্যা বারবারা। এই বাড়ি থেকে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল বারবার ভাই এডওয়ার্ডের দুই বছরের শিশু ক্রিস, যদিও ক্রিসকে সেই বাড়ির জলাভূমির কাছে এখনও প্রায়ই দেখা যায়। ক্রিসের অন্তর্ধান রহস্যের মাঝেই কাহিনীতে আসে আরও এক চরিত্র অ্যাগনেস যিনি মাত্র ষোলো বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন ঠিক একইরকমভাবে। মিস তনয়া ভট্টাচার্য কী পারবেন এই দু'টি অন্তর্ধানের রহস্য ভেদ করতে? কী সম্পর্ক আছে ক্রিস ও অ্যাগনেসের? তারা কী আদৌ বেঁচে আছেন? পুলিশের অ ত্যাচার কী হারিয়ে দিল মুন্নাকে? ইতিহাসের আলোয় সত্য অনুসন্ধান করতে গিয়ে লেখক শাক্যজিৎ ভট্টাচার্য তাঁর "নৈশ অপেরা" রহস্য কাহিনীতে তুলে ধরেছেন বেঁচে থাকার মত একটি ভ য়াবহ বিভিন্নতা ও নৃ শংসতা।
"একানড়ে" গল্পে যেমন এসেছিল বাবা-মায়ের দাম্পত্যকলহ ও অবহেলার দ্বন্দ্বে নিষ্পেষিত একটি আট বছরের বাচ্চার মনোবিকলন, "এখানে ডেরেক বসে আছে" গল্পে যেমন এসেছিল অখিল দত্তের বিকৃতকাম, "শেষ মৃ ত পাখি"তে যেমন এসেছিল ধুরন্ধর অরুণ চৌধুরীর বুদ্ধিদীপ্ত অপ রাধপ্রবণতা ; "নৈশ অপেরা" তেমনই একদিকে তুলে ধরেছে যেমন ডলোরেসের বাইপোলার পার্সোনালিটি ও ব্রাউন পরিবারের বিভিন্ন সদস্যের মা নসিক সমস্যা; তেমনই তুলে ধরেছে অ্যাগনেসের মত একটি নিষ্পাপ মেয়ের দুর্ভাগ্য, ডেভিড ও গরম্যানের নৃ শংসতা আর রকির বাবার ছায়াময় উপস্থিতি।
সত্যিই এক অন্যরকম রহস্য কাহিনী "নৈশ অপেরা" যার প্রচ্ছদও কাহিনীর মতো ধূসর, অন্ধকার, কুয়াশাঘেরা, প্রহেলিকাময়।
--------------------------
নৈশ অপেরা
শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৫৪০/-
Comments
Post a Comment