বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'বীরেশ্বর সামন্তর হ ত্যা রহস্য' পড়ে মতামত জানিয়েছেন তিয়াসা রায় ব্যানার্জি। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...............................................................
এই উপন্যাসটি অনেকেই পড়েছেন, অনেক সমালোচনা, আলোচনা লক্ষ্য করেছি..সুতরাং কী, কেন কিভাবে বলব না...
কিছু উপলব্ধি বলতে চাই...
পড়তে পড়তে স্তব্ধ হয়ে গেছিলাম... চিত্রকল্পগুলো বিবমিষার উদ্রেক করেছিল... মাছের কাঁটার রঙের ভোর... কালো মেঘের পেট চিরে রক্তের মতো সূর্য....
একটি মাছিভরা মৃ তদেহ.. গাছ থেকে ঝুলছে.. কাদা মাখা.. বিভৎস হাসি তার মুখে আর ঠোঁটের পাশ দিয়ে র ক্ত ঝরছে.. জিভটা দুটুকরো হয়ে গেছে প্রায়..
খু নী কে বা কারা জানা যায় প্রথমেই.. কেনটাই হলো উপন্যাসটির মূল বিষয়.. পড়তে পড়তে অদ্ভুত একটা রাগ হয়.. অসহায় একটি রাগ...
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কিছু মানুষ.. যাদের ঘর থেকে মেয়েদের টেনে নিয়ে গিয়ে নিরন্তর ধর্ষণ করা হতে থাকে.. যারা অভিশাপ দেয়, হাতে ছুরি থাকলেও তা বসিয়ে দিতে পারে না.... সেই অভিশাপের উপকথা..
জমি দখল, অত্যাচার.. খু নগুলো একসময় অগ্ন্যুৎপাত ঘটায়.. যা কাম্য ছিল...
উপন্যাসটি আলো জ্বালিয়ে হাতে ধরিয়ে দেয় না.. ক্ষেত্রটি প্রস্তুত করে দেয়.. আর বিবেকবোধগুলোকে জাগিয়ে দেয়...
পড়তেই পারেন.. সহ্য হবে না হয়তো.. বন্ধ করতে ইচ্ছা করবে.. কারণ বিষয়টা বড়ো কঠোর.. শেষ করতে পারলে অদ্ভুত একটা শান্তি পাবেন......
প্রকাশক : সুপ্রকাশ।
মুদ্রিত মূল্য : ৪৮০/-
Comments
Post a Comment