টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ।।
"এ বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মাথায় গৌরব হঠাৎ আবিষ্কার করল, সে চন্দ্রাণীর জন্মদিন বেমালুম ভুলে গেছে। দুই দশকেরও বেশি সময় অতিক্রান্ত, সময়ের পলি অনেক কিছু ঢেকে দিয়েছে, এমনকি প্রথম প্রেমিকার জন্মদিনও। স্বাভাবিক, তবু অস্বস্তিকর— কেননা খুঁতখুঁত করছে, কবে যে জন্মদিন চন্দ্রাণীর, কিছুতেই মনে পড়ছে না। মাস মনে আছে, কিন্তু দিন নয়। যেন একটা গর্হিত কাজ করে ফেলেছে— দিন ভুলে গিয়ে মাস মনে রাখার এই অপরাধ।
স্মৃতি আর বিস্মৃতির এই খেলা তাকে আচ্ছন্ন করে রাখল সারাদিন। লজিক দিয়ে উত্তর মেলে না, অনুমান দিয়েও নয়। ১৫, ১৭, ১৮ থেকে শুরু করে ২৬— সব তারিখই সম্ভাব্য মনে হয়। অথচ নিশ্চিত নয় কিছুই। একদিকে মনে হয়, তথ্যটার আর কোনো বাস্তব প্রয়োজনে নেই আজ, তবু না জানার অস্বস্তি কুরে কুরে খাচ্ছে।
কবে জন্মদিন, কবে, কবে, কবে?
এই এক অকিঞ্চিৎকর প্রশ্নই যেন জীবনের সমস্ত গুরুত্ব ছাপিয়ে উঠছে জুনের উষ্ণ দুপুরে।"
................................................................................
জন্মদিন
................................................................................
টুক্কা
কৌশিক ঘোষ
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
অলংকরণ : অদ্বয় দত্ত
মুদ্রিত মূল্য : ২৯০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment