টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ
"মূল বড় রাস্তার ট্রাফিক সিগন্যালে গিয়ে বাজারের রাস্তা যেখানে পড়ে, সেখানে এখন সাদা পোশাকের সার্জেন্ট নেই… দুদিকের দুটি সমান্তরাল পথ, অথচ বিপরীতমুখী, দুদিকে ছোটে মানুষ। কেউ কেউ সিগন্যাল থামার ও শুরু হওয়ার অনতিপরে সমকৌণিক, জেব্রা ক্রসিং ধরে অন্য এক রাস্তায়। এখান থেকে রাধুর মনে হয়, আসলে দিক বলে কিছু নেই, গন্তব্য একটাই—সময় ক্লান্তিহীন যেদিকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে দেখতে তার চুল দাড়িতে আজ পাক ধরে যাচ্ছে, সময়কে তবুও বৃদ্ধ মনে হয় কখনও? অমেয় শক্তিতে সে কাউকে ঠেলছে দক্ষিণে, কাউকে উত্তরে… তবু একটাই, একটাই দিক আসলে—চিরতরুণ সময় গন্তব্য স্থির করে সকলের।"
.............................................................................
সাতচল্লিশের কেয়ারটেকারের একটি দিন
.............................................................................
টুক্কা
কৌশিক ঘোষ
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
অলংকরণ : অদ্বয় দত্ত
মুদ্রিত মূল্য : ২৯০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment