অলৌকিক বাগান।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সুপ্রকাশ : ৪৯৯ .................................................................. অশীতিপর নিত্যময়ী একদিন তাঁর বাগানে দেখা পেলেন ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সামন্তমশাইয়ের। তিনি একটি শেয়ালের রূপ নিয়ে বারে বারে ফিরে আসেন। নিত্যময়ী অনুভব করেন, তাঁকে পাহারা দেন ছায়ার মধ্যে ছায়া হয়ে বাস করা পিতৃপক্ষ। তবু হনুমানের উপদ্রব তাঁর বাগানে, তবু জাগতিক মৌচাকে সিক্ত তাঁর হৃদয়, নিত্যময়ী জানেন মায়া থেকে যায়। কাল আবর্তিত হয়, যা ঘটেছে ও যা ঘটবে, অন্তরীক্ষের সম্ভাবনা নিয়ে আবির্ভূত হয় তাঁর সামনে। এই উপন্যাস একটি আঞ্চলিকতার আখ্যান রচনা করে। সেই ভৌতিক লোকালয়ের অযুত রহস্যকে পেটের ভেতর লুকিয়ে স্তব্ধ অপেক্ষা করে অলৌকিক বাগান, আগমনীর প্রত্যাশায়। অলৌকিক বাগান শাক্যজিৎ ভট্টাচার্য প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী মুদ্রিত মূল্য : ২০০ টাকা সুপ্রকাশ