অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন অমিয় সৌরভ দাস। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.........................................................
একটা গ্রাম গ্রাম শহর। চারজন প্রৌঢ়। একদল কিশোর কিশোরী। একটা স্কুল। আর কুন্তী নদী। আর একরাশ মুগ্ধতা, ভালোবাসা। এক সুতোয় বাঁধা কয়েকটা মানুষের জীবনে কিছু অপ্রাপ্তি, আক্ষেপ আর ভরসা হয়ে ওঠা অদ্ভুত আত্মিক টান নিয়ে নির্মেদ, খুব সাধারণভাবে বলে যাওয়া জীবনের গল্প অনন্যবর্তী।
পরিবারের প্রতি অভিমান করে জমিদারি ছেড়ে অনেক দূরের শহরে এসে জীবন শুরু করা, চাকরির পাশাপাশি রাত জেগে পড়াশোনা করা, সংসারের হাল ধরা এক মোক্তার সতীশচন্দ্রের গল্প এটা। শহরে দ্বিতীয় স্ত্রী, আর দুই ছেলে-মেয়ে রেখে দূর দেশে আধুনিক চিন্তাধারার এক চাকুরে শচীপ্রসাদেরও গল্প এটা। আরও একজনের গল্প— সবার বিপদে-আপদে সবার আগে ঝাঁপিয়ে পড়া দরিদ্র প্রৌঢ় ফণীভূষণ আর তাঁদের বন্ধু প্রকৃতিপ্রেমী নীরদ। কেউ দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করছেন, কেউ ছেলে বউমার দূরে চলে যাওয়ার কষ্ট ভুলতে রক্তের সম্পর্কহীন মানুষের সঙ্গে আত্মার আত্মীয়দের সঙ্গে মিশে যাচ্ছেন। কেউ জীবনের ভার বইতে ক্লান্ত হয়ে ভাবছেন দায়িত্ব এখনো শেষ হয় নি। সবার কষ্টগুলো কোথায় গিয়ে যেন মিলে যায়। হরিহর আত্মা হয়ে দিন কাটে চার প্রৌঢ়ের।
কয়েকজন কিশোর থেকে তরুণ হয়ে ওঠে। তরুণী থেকে পুরোদস্তুর গৃহিণী হয়ে সংসারের হাল ধরে পিপু। শোভন, তনয়, তরণী, মনোজ, শিবু, তপেশ মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে অনার্সে পা রাখে। তাদের আগলে রাখে কাজু আর টুকু। কেউ সমাজ বদলে দেওয়ার স্বপ্নে বিভোর, কেউ অন্নসংস্থানের চিন্তায় কাতর, আবার কেউ পরিবারে অপাংক্তেয় হয়ে জীবনের অর্থ খুঁজতে চেয়ে হয়রান। তবুও তারা এক হয়ে থাকে। বিপদে আপদে একজন আরেকজনের ঢাল হয়ে দাঁড়ায়। বিপ্লবী, ধ্যানী রোল মডেল অবন দত্ত আর কৃষ্ণার অসমাপ্ত অভিমান বয়ে যায় বই জুড়ে।
গল্পে মানুষের ভালো করতে চেয়ে একটা নতুন আবাস গড়ার স্বপ্ন যেমন এসেছে, পাল্লা দিয়ে তেমনই এসেছে গ্রামীণ রাজনীতি। জাত-পাত, ধর্ম, পেশা সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন মানুষ একটা জায়গায় গিয়ে এক হয়ে গেছে। মামলা-মোকদ্দমার কাগজ, আকাশমণি গাছের চারা, ইঞ্জেকশনের সূঁচ, আর সবার ছোট ছোট সব দুঃখ কুন্তীর বুকে একাকার হয়ে যায়।
অনন্যবর্তী এক ইউটোপিয়ান পৃথিবীর গল্প— যে পৃথিবী ভালোবাসার গল্প বলে। হোক না কল্পনায়— আমরা ওই পৃথিবীতে বাঁচতে চাই। আটপৌরে জীবন থেকে মুক্তি পেতে একদিনের জন্য শটিডাঙার খামারবাড়িটায় বেড়াতে এলে মনে হবে, সারাজীবনের জন্য থেকে যেতে পারলে বড় মন্দ হতো না।
বই : অনন্যবর্তী
লেখক : দুর্লভ সূত্রধর
পৃষ্ঠা : ২৩৬
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
প্রকাশনী : সুপ্রকাশ
Comments
Post a Comment