সৌভাগ্যশলাকা।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।।

দু'জনের কারোর কথাই এমার কানে ঢুকছিল না। সে একমনে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। আবার আগের ফ্রেম। অন্ধকার গুহার মাঝামাঝি উঁচু হয়ে থাকা বেদী, অথবা সমাধি। যাইহোক না কেন, তার গায়েও বিচিত্র কিছু ছবি পাথর কুঁদে তৈরি করা। এমা দু আঙুলে মোবাইলের ছবিকে জুম ইন করল। অদ্ভুত ছবি! মাটারডামের দৃশ্য নয়। যুদ্ধেরও নয়। মুখোমুখি দুজন মানুষ। একজনের শরীর সম্ভবত মাটিতে অর্ধেক প্রোথিত। অন্যজন তার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়েছেন। পাশে আরও একটা দৃশ্য। উঁচু মিনারে পাশাপাশি দুজন মানুষ। মাঝখানে পাহাড় বা ত্রিভুজ জাতীয় কিছু আঁকা। নিচে আবার সেই বিজাতীয় ভাষা খোদাই করা।

‘এই ছবিগুলোর কোনো অর্থ থাকতে পারে। চেনা দৃশ্য নয়। সেন্ট-মরিসে চার্চ থেকে শুরু করে লাইব্রেরি, সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে জিশুর জীবনের ঘটনা এবং মাটারডামের দৃশ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুহার দেয়ালেও তাই। কেবলমাত্র পাথরের বেদীতে অন্যরকম ছবি। কেন?’
কাউকে নয়, প্রশ্নটা নিজেকেই করল এমা। তবে তার কথাগুলো কৌতূহলী করে তুলল ঘরের বাকি দু'জনকেও। জোনাথন দরজার মুখ থেকে সামান্য সরে চোখ রাখলেন দেয়ালের ঝুলন্ত টিভি-তে। এলিনও ফ্রিজের কাছ থেকে সরে এমার কাছে গিয়ে দাঁড়াল।
‘ঠিক বলেছিস, সেন্ট-মরিসের অন্য ছবিগুলোর থেকে এটা দেখছি একেবারে আলাদা! অর্ধ মানুষ, তাকে আশীর্বাদ করছেন কেউ। খ্রিস্ট?’
‘না।’
স্পষ্ট এবং দৃঢ় শোনাল জোনাথনের কণ্ঠস্বর। তাঁর ডান হাতে ধরা চুরুট মুখের সামনে। তবে ঠোঁট ছোঁয়নি। হয়তো স্ক্রিনের দৃশ্য জোনাথনকে থামিয়ে দিয়েছে।
‘প্রভু জিশুর ব্যাপ্তাইজ হচ্ছে। তিনি জল থেকে উঠে আসছেন। তাই শরীরের অর্ধাংশ আঁকা হয়েছে। সামনে হাত বাড়িয়ে রয়েছেন যোহন। মাথার ওপরে দুটো লাইন টানা রয়েছে দেখতে পাচ্ছ? মাঝে একটা গোল মতো কিছু। অস্পষ্ট। বড়ো করার জন্য জায়গাটা ব্লার হয়ে গেছে। বোঝা যাচ্ছে না। খুব সম্ভবত ওটা একটা কপোত। মাথার ওপরে আকাশের দরজা খুলে গেছে। সেখান থেকে বেরিয়ে আসছে ঈশ্বরের আত্মা। কপোতের রূপ নিয়ে। আমি নিশ্চিত, শিল্পী জিশুর ব্যাপ্তাইজের ছবি এঁকেছেন।’

.........................................
সৌভাগ্যশলাকা
অলোক সান্যাল
........................................
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
অলংকরণ : অদ্বয় দত্ত
 
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।