চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আ ক্রমণ - হ ত্যা : ইতিহাস - বর্তমান)।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অনির্বাণ সিসিফাস ভট্টাচার্যের বই 'চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আ ক্রমণ - হ ত্যা : ইতিহাস - বর্তমান)' পড়ে মতামত জানিয়েছেন সঙ্কেত মিত্র। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
......................................................
চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আ ক্রমণ - হ ত্যা : ইতিহাস - বর্তমান)
লেখক : অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য  
প্রকাশনা : সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩৯০/-

#পাঠ_প্রতিক্রিয়া 

তখন আমার ক্লাস সিক্স যখন পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা (ইংরেজি মাধ্যমে Environmental Education) কে যুক্ত করার প্রস্তাব পেশ করে হয়েছিল। অফিসিয়ালি যুক্ত হলো ক্লাস সেভেন থেকে, ফের দ্বাদশ (ISC) এর মার্চ মাসের এক বিকেলে সে চিরতরে বিদায় নিল। 
ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ শিক্ষা নানান ভাবে গ্রহণ করলেও ওই পরীক্ষার সময় মাথার মধ্যে কিলবিল করতে থাকা air pollution, soil erosion, deforestation, biodiversity রা কেবল ৪/৬ নম্বরের প্রশ্নোত্তরের বার্তা এনে দানবের আকার ধারণ করতো।
কাজেই সচেতনতা শব্দটাকে প্রায়শই ঢেকে দিয়েছে পরীক্ষার ইঁদুর দৌড়। বয়স বাড়ার সাথে সাথেই সেই শব্দ নিজেকে পাঠ্যক্রম থেকে আলগা করে মনে ঢুকতে শুরু করেছিল ঠিকই তবুও হয়তো এতটা অস্বস্তি ও অপরাধবোধ শব্দটা এতদিন ছুটিতেই ছিলো। তাদের নিজগুণে ফিরিয়ে আনলেন লেখক শ্রী অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য, 'চেতনার পথ জুড়ে শুয়ে আছে' বইয়ের হাত ধরে। 

বর্তমান সময়কাল থেকে পেছনে হাঁটানোর মাধ্যমেই লেখক পাঠকদের র ক্তের স্বাদ দিয়েছেন, যেখানে প্রথম বিশ্ব থেকে শুরু করে তৃতীয় বিশ্বের প্রতিটা প্রান্তর হয়েছে র ক্তাক্ত। চরিত্ররা এখানে অজস্র, ঘটনাপ্রবাহ তাঁদের এক সুতোয় গেঁথেছে, আজ তাঁরা সকলেই ঘুমিয়ে আছেন, কারণ? তাঁরা পরিবেশ হ ত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন। 
তবে ঘুমিয়ে পড়ার আগে আওয়াজগুলো দিয়ে গেছেন আগামীকে। তাই আজও আনাচে কানাচে প্রতিধ্বনিত হয় চুট উট্টি, চিকো মেন্ডিস, কেন সারো উইওয়া, ডায়ান ফসেদের আওয়াজ, অন্য সব বিপ্লবের মত এই লড়াইয়েরও যে শেষ নেই। 

নন ফিকশন এই বইটির পাতাগুলো ওলটালে মনে জমতে থাকবে কাগুজে রিপোর্টিং, যা বাংলা দৈনিকে বিশেষ জায়গা পায়না। কাজেই গ্লোবাল উইটনেস, দ্য গার্ডিয়ান, মঙ্গাবের রিপোর্টগুলো চোখে ঠুলি পড়ে বসে থাকা এই আমাদের সামনে হাজির করাটা বারবার জরুরী ছিল, দরকার ছিল পাঠক মনকে ক্ষত বিক্ষত করা আর ঠিক এই দায়িত্বটা সঠিকভাবেই সামলেছেন লেখক। 

ত্রুটি অথবা দুর্বলতা শব্দগুলোকে এই বইয়ের সাথে আমি জুড়তে চাইনা, তবুও একটা বিষয় স্রেফ বলতে চাই। ঘটনাগুলো বলার ধরণে যদি আরেকটু ধার আনা যেতো, হয়তো চাবুকের আঘাতটা আরেকটু জোরালো হতো। 

সেদিন সুন্দরবন যাত্রার মাঝে এক জায়গায় দেখলাম মাতলার জলে লঞ্চে দেওয়া প্রাতরাশের অবশিষ্ট কচুরি আর তরকারির ঝোল ভাসছে, বইটা তখনো পড়া চলছিল, বুকের ভেতরটা হঠাৎই কেঁদে উঠেছিল কিন্তু কিছু করার উপায় সেই মুহূর্তে ছিল না। একথা স্বীকার করতেও দ্বিধা নেই, এই মুহূর্তে একটি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসেই এই পাঠ প্রতিক্রিয়া লিখছি, কিন্তু অস্বস্তিটাকে যত্ন নিয়ে নিজের মধ্যে বড় করলাম, পরে যাতে বিবেকের কাছে উত্তর দিতে পারি। পাঠককুল এই বইকে ঠিক কিভাবে গ্রহণ করবে আমার জানা নেই, তবে হৃদয়ে নিশ্চয়ই একটিবার অন্তত মোচড় দেবে এটা ভেবে, ওদের কেউ গোরিলাদের সাথে নিয়ে জীবন কাটাতে চেয়েছিল, কেউ নদীর বুকে তেলের চাদর সরাতে চেয়েছিল, কেউ চেয়েছিল গাছকে আঁকড়ে বাঁচতে, ওরা সবাই কথা বলেছিল, আওয়াজ তুলেছিল, পরিবেশ হ ত্যার বিরুদ্ধে...আজও ঘুমিয়ে আছে তারা, তবুও সজাগ আছে, চেতনার পথ জুড়ে, আর এই পথের রং বইয়ের প্রচ্ছদ অনুযায়ী রক্তাক্ত তো হবেই। 
বড্ডো জরুরী একটা বই। পরিশেষে পাঠকবন্ধু Mohana Mukherjee কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই বইটিকে নজরে আনার জন্যে। 
আপাদমস্তক এই সৎ বইটি ছড়িয়ে পড়ুক আরো আঞ্চলিক ভাষায়, লেখক বিষয়টা নিয়ে ভাবতে পারেন। আগামীর জন্যে রইলো অজস্র শুভেচ্ছা।

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।