টুক্কা।। কৌশিক ঘোষ।। সুপ্রকাশ।।

‘আমি ভাবছি যে’, লোকটা এবার বলে, ‘যে সবার শেষে নিজের নামটা দেখবে তার কী হবে?’

কথাটা শুনেই আমি থমকে গেলাম।
—‘যে কোনো পরীক্ষায় তো কেউ না কেউ লাস্ট হবেই। এতে মহাভারত উল্টে যায় না।’ আমি বললাম।
—‘সেটা ঠিক। কিন্তু, ব্যাপারটা একটা তীব্র মানসিক চাপ তৈরি করবে না কি? যদি এত প্রেসার সে সামলাতে না পারে?’

এরপর লোকটা নিজের জীবনের গল্প খুলে বসলো। ফুটবল খেলোয়াড় ছিল সে। একদিন নিজের শৈশবের বন্ধু, গোলকিপার তোতার বিরুদ্ধে খেলতে নেমে সে একটি দুর্বল শট নেয়। অবিশ্বাস্যভাবে বলটা তোতার হাত ফসকে জালে ঢোকে। ম্যাচ হেরে তোতা বাদ পড়ে যায় দলে, হয়ে ওঠে বিদ্রূপের লক্ষ্য। অল্পদিন পর রেললাইনে তার মৃত্যু—অ্যাক্সিডেন্ট না আত্মহত্যা, কেউ জানে না।

লোকটা থেমে বললো, ‘এর পর থেকে আমি যখনই গোলের কাছে যেতাম, দেখতে পেতাম তোতা দাঁড়িয়ে আছে—অসহায়, কাকুতি-মিনতি করছে। আমার শটগুলো জালে যেত না আর। আমিও বাদ পড়ে গেলাম খেলায় থেকে। জীবন থেকে।’

...........................................
পাখিদের পাঠশালা

...........................................
টুক্কা
কৌশিক ঘোষ

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী 
অলংকরণ : অদ্বয় দত্ত 

মুদ্রিত মূল্য : ২৯০ টাকা

সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।