নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন রায়হান ফিরদৌস বাপি। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.........................................................
একটা ভেঙে পড়া টাউন, জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা চার্চ, চারপাশে ছড়িয়ে থাকা ভাঙাচোরা মানুষ। এর ভেতরেই আছে এক রহস্যময় জলাভূমি, যেখানে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুর ছায়া মাঝে মাঝেই ভেসে ওঠে। এ কি কেবলই লোককথা? নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক আখ্যান?
বলছিলাম শাক্যজিৎ ভট্টাচার্যের লেখা রহস্য উপন্যাস 'নৈশ অপেরা'-র কথা। লেখক পুরো উপন্যাস এমনভাবে লিখেছেন যেখানে স্পষ্ট উত্তর নাই। একবার মনে হচ্ছে, ঠিক পথে এগোচ্ছি। আবার, একটু গিয়েই সব যেনো কেমন গুলিয়ে যাচ্ছে বলেও মনে হয়। একবার মনে হচ্ছিলো এ কি রহস্য উপন্যাস? নাকি হরর? সত্যি বলতে অনিশ্চয়তাই হচ্ছে এই বইয়ের মূল উপাদান।
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বইয়ের মুড। পুরোটা জুড়েই যেনো এক দমবন্ধ ব্যাপার ছিলো। ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপারটা আসলেও জোশ।
বইটা ধরার আগেই এক ধরনের ভয় কাজ করছিলো। ভেবেছিলাম, বইটা হয়তো আমার ভালো লাগবে না। বেশকিছু নেগেটিভ রিভিউ দেখেই এহেন মনে হয়েছিলো। কিন্তু শেষ করার পরে আমি ৫/৫ দেয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি, এতোটাই জোশ লেগেছে আমার কাছে।
হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলা উচিত। ম্যাক্সিমাম পাঠক পাঠিকার কাছেই 'নৈশ অপেরা' অনেক বেশি ভালো লাগতো যদি লেখাটা আরো স্পষ্ট হতো। 'শেষ মৃত পাখি' যেমন ছিলো তার তুলনায় বলতে গেলে 'নৈশ অপেরা' অনেকের চোখেই অষ্পষ্ট বলে মনে হবে।
তবে, আমি খুব বেশিই উপভোগ করেছি। ইনফ্যাক্ট, 'শেষ মৃত পাখি'-র থেকেও বেশি ভালো লেগেছে। ৫/৫ তো আর এমনি এমনি দেইনি। তাই না? শেষ পৃষ্ঠা পর্যন্ত একটা ভার বুকের ভেতর থেকে গেছে, বইটা শেষ করার পরেও মনে হচ্ছে সেই রেশ কাটেনি। চমৎকার লেগেছে। ব্রাভো শাক্যজিৎ ভট্টাচার্য! ব্রাভো!!
..................................................
নৈশ অপেরা
শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা
Comments
Post a Comment