নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে লিখেছেন সন্দীপ মজুমদার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
................................
নৈশ্য অপেরা। 
শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ। 
৫৪০ টাকা

চারদিনের মাথায় শেষ হল বইটি। মনে হলো চারদিন ধরে একটা সিনেমা দেখে যাচ্ছি। রহস্যময় চরিত্ররা অভিনয় করছে। 

বেশ কয়েকবছর আগে হারিয়ে যাওয়া একটা বাচ্চার রহস্য জড়িয়ে ধরে প্রায় ভেঙে যাওয়া একটা শহরকে। সেই বাচ্চাকে, যার নাম ক্রিস। হারানোর পরেও তাকে দেখতে পায় শহরের থেকে যাওয়া মানুষজন। তাকে খুঁজতে যাওয়ার রহস্যে উঠে আসে সেই শিশুর বাবা এডওয়ার্ড এর মৃত্যু এবং আরো আগে হারিয়ে যাওয়া অ্যাগনেসের কথা। ক্রমশ এই রহস্যে জড়িয়ে যায় অ্যাগনেসের হারিয়ে যাওয়ার গল্প। সমস্তটা যেন এক সূত্রে গাঁথা। একের পর এক সুতো ছাড়িয়ে গল্প বুনছেন তনয়া ভট্টাচার্য। 

সাধারণ রহস্য কাহিনীর থেকে এই বই যেন একেবারেই আলাদা। সেই কী হবে কী হবে নেই, সেই হুমকি চিঠি, রোমহর্ষক চেজিং নেই, সিটের কোণায় বসে পড়ার থ্রিল নেই। কিন্তু রহস্য আছে, আছে ধূসর কতগুলো চরিত্র, একটা গল্প বলতে চাওয়া শহর মানুষেরা। কোথায় অ্যাগনেস, সে হারিয়ে গেল কি করে? তার সঙ্গে ক্রিসের হারিয়ে যাওয়ার কি সম্পর্ক? এত বছর বাদেও সেই রহস্য এত জটিল অঙ্ক কষে সমাধান যে করা যায়, তার উদাহরণ পেলাম শেষে। 
শাক্যজিৎ ভট্টাচার্যের লেখা এই প্রথম পড়লাম। না পড়লে জানতে পারতাম না রহস্য গল্পকে কবিতার মতো লেখা যায়। ইস্পাতের মত কঠিন অবস্থানকে এত সহজ, জীবন্ত দেখানো যায় আগে বুঝিনি। 

যারা মালায়ালম সিনেমা স্যালুট দেখেছেন, D16 বা দ্যা গার্ল উইথ দ্যা ড্রাগন ট্যাটু দেখেছেন। তারা জানবেন। এমন তিরতির করে বয়ে যাওয়া নদীর মতো রহস্য গল্প প্রতিনিয়ত লেখা হয় না। যেখানে সারাক্ষন কী হয় কী হয় না, বরং কী কী হচ্ছে তাই যেন উপজীব্য। যেখানে জটিল, ভয়ংকর অপরাধ ঘটে গেছে যেমন নির্বাক ভঙ্গিতে, সেই জটিলতা ভেঙে রহস্য সমাধান যেন তেমনই আড়ম্বরহীন। অথবা, শেষ সুতোয় বেঁধে কিছু রহস্য রয়েই গেল ধরাছোঁয়ার বাইরে। রয়ে গেল নিজস্ব অন্ধকারের ভিতরে। 

ভালো লাগল বললে কম বলা হবে। অদ্ভুত সুন্দর লাগল।

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।