নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন মেঘনা চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.........................................................
বইটা পড়তে পড়তে অনেকবার নিজের মত করে ভেবেছি, বিরক্ত হয়েছি, কখনো বা ঘ্যানঘ্যানেও লেগেছে কিন্তু শেষ করার পর কিছুক্ষণের জন্যে স্তব্ধ হয়েগেছি। বইটি কোনোভাবেই থ্রিলার নয়। বইটি আদ্যপান্ত একটি রহস্য উপন্যাস। যার প্রথম পর্বটি পড়া শুরু করলে মনে হবে ভীষণভাবে সিনেম্যাটিক। এখান থেকে চাইলেই স্ক্রিপ্ট লিখে একটা সিরিজ বানিয়ে ফেলাই যায়। গল্পের ভিত্তি, গল্পের বুনন বা গল্পের সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু এই প্রথম পর্বেই লেখক বলেছেন। যা বেশ ধীরেসুস্থে না পড়লে গোলাতেই পারে। এই পর্বটি কেবল পড়া নয় বোঝা, অনেকগুলি দৃষ্টিভঙ্গীকে তাদের অবস্থায় দাঁড়িয়ে যাচাই করা বা বলতে চাওয়া পাঠককুলকে। এই পর্বে চরিত্রগুলির নিজস্ব কথোপকথনগুলি বেশ মনস্তাত্ত্বিক। যা আমার পছন্দ। নেহাত হালকা চালের, হালকা গদ্যচাল এতে নেই। সিরিয়াস লেখা, সিরিয়াস বাক্যবিন্যাসের মাধ্যমে।
এ তো গেল প্রথম পর্ব, এবার আসি দ্বিতীয় পর্বে। এই দ্বিতীয় পর্ব হল রহস্য উদঘাটন পর্ব। এখানে সমস্তটা জুড়ে গোটা গল্পের যে রহস্যের জন্ম হয়েছে তাদের উৎস, তাদের বিবর্তন, তাদের সমাপতন সুচারুভঙ্গীতে লেখক তুলে ধরেছেন। প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্ব অনেক বেশি ঝরঝরে, অনেক বেশি পরিনত, অনেক বেশি গল্পটিকে গুছিয়ে আনা হয়েছে। গল্পের শেষটাও ভালো। হয়তো প্রেডিক্টেবল তবুও তা ভালো, হয়তো এটাই এই গল্পের জন্যে পারফেক্ট।
সবকিছুর শেষে একটা কথা বলি, এই কাহিনি সকল পাঠকদের জন্যে একেবারেই নয়। যারা বাজারচলতি হালকা চালের থ্রিলার বা রহস্য উপন্যাসে সন্তুষ্ট তারা এই উপন্যাস সযত্নে এড়িয়ে গেলেই ভালো। কারণ খুব পাতি কথা এই গভীর মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস তাদের পোষাবে না।
..................................................
বই : নৈশ অপেরা
লেখক : শাক্যজিৎ ভট্টাচার্য
প্রকাশক : সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা
Comments
Post a Comment