চেতনার পথ জুড়ে শুয়ে আছে (পরিবেশ সম্পর্কিত আক্রমণ-হত্যা: ইতিহাস-বর্তমান)।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ
পরিবেশ-সচেতনতার ঠাণ্ডা ঘরের ঢক্কানিনাদের ভেতর সেইসমস্ত শরীরগুলো শনাক্ত করা দরকার, যারা ভেসে গেছিল। রামধনু, নৌকো, সূর্য-পরিবেশ আন্দোলনের অতিসরলীকরণের ওপর ঠাণ্ডা চাদর। অথচ শরীরগুলো চিহ্নিত করা যাচ্ছে না। মিলান কুন্দেরা বলেছিলেন— 'দ্য স্ট্রাগল অফ ম্যান এগেইন্সট পাওয়ার ইজ দ্য স্ট্রাগল অফ মেমোরি এগেইনস্ট ফরগেটিং'। বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির এই অসম লড়াইয়ের ইতিহাস-বর্ণনার ছোট্ট একটি চেষ্টা পরিবেশ সংক্রান্ত আ ক্রমণ-হ .ত্যার সংকলন। ইতিহাস ঘেঁটে বিশেষ কিছু রাষ্ট্র-ভিত্তিক আ ক্রমণের ইতিহাস ও সাম্প্রতিকতার অন্বেষণ, সেইসমস্ত দেশে যেখানে সরকার নিজে পরিবেশ ও মানবাধিকার কর্মীদের স্বার্থ রক্ষায় তৎপর নয়, যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা তলানিতে, যেখানে দুর্নীতির লেখচিত্র ক্রমশ ওপরের দিকে, যেখানে আইনের শাসন খুবই সামান্য, বিচারব্যবস্থা ধুঁকছে। পরিবেশকর্মী হ .ত্যার তথ্যে কিছু বিশেষ দেশ, অঞ্চল চিহ্নিত যেখানে লেখচিত্রের অদলবদল ঘটলেও বছর থেকে বছর তেমন কোনও উল্লেখযোগ্য আশার বাক্স খোলার খবর পাওয়া যায় না।
গ্লোবাল উইটনেস, মোঙ্গাবে, গার্ডিয়ান, আল জাজিরা, ফ্রন্টলাইন ডিফেন্ডার্স বা এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাটলাস সহ অসংখ্য রিপোর্ট থেকে আ ক্রমণ-হ .ত্যাগুলিকে দুই মলাটে এনে সামগ্রিক পরিবেশ বিভী ষিকার ছবি ফুটিয়ে তোলার চেষ্টার ভেতর অনেকটাই হয়তো ফাঁকি থেকে যায়। কারণ, হ .ত্যার সংখ্যার আগে সবসময় 'অন্তত' শব্দ বসে যায়। অর্থাৎ এটাই আসল ছবি নয়, বরং এটা ন্যূনতম ছবি। 'গ্লোবাল উইটনেস' পত্রিকার তরফ থেকে পরিবেশকর্মী হ .ত্যার ইতিহাসের ওপর কাজ করা হচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে। পত্রিকার সাম্প্রতিকতম বার্ষিক রিপোর্ট 'মিসিং ভয়েসেস' বলছে ২০২৩-এ পরিবেশকর্মী হ .ত্যা অন্তত ১৯৬। এই তথ্যে বিশদে আসার আগে পরিবেশকর্মীর সংজ্ঞা নিরূপণ জরুরি হয়ে যায়। পরিবেশ আন্দোলন এবং জমি অধিকার অঙ্গাঙ্গী জড়িত, সেই হিসেবে গ্লোবাল উইটনেস 'জমি ও পরিবেশ অধিকার রক্ষক' বা 'ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্টাল রাইটস ডিফেন্ডার' (এলইডি) শব্দের ওপর জোর দিয়েছে। ২০১৪-র মিশেল ফর্স্ট-এর নেতৃত্বে 'ইউ এন স্পেশাল র্যাপোর্টের অন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স'-এর রিপোর্টে শব্দটিকে বলা হয়েছে 'এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ডিফেন্ডার' (ইএইচআরডি)। পরিবেশ ও মানবাধিকার রক্ষকদের সংজ্ঞা হিসেবে রিপোর্ট বলছে— 'কোনও ব্যক্তি বা সংস্থা, যাঁরা তাঁদের ব্যক্তিগত বা পেশাগত ক্ষমতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জল, বাতাস, মাটি, প্রাণী ও উদ্ভিদসহ সমস্ত পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত মানবাধিকারের প্রসার ও প্রতিরক্ষা করছেন, তাঁদের পরিবেশ ও মানবাধিকার রক্ষক বলা যেতে পারে।' ব্রাজিলের তদন্তকারী বেসরকারি সংস্থা 'পাবলিকা'-র পক্ষ থেকে নাতালিয়া ভিয়ানা-র কথায়— 'এই পরিবেশকর্মীরা আমাদের নিজেদেরই উচ্চারিত কণ্ঠ। এই মানুষগুলোই গোটা পৃথিবীকে বলে দিচ্ছে ঠিক কী কী হচ্ছে চারপাশে।'
.
.
.
চেতনার পথ জুড়ে শুয়ে আছে
(পরিবেশ সম্পর্কিত আক্রমণ-হত্যা: ইতিহাস-বর্তমান)
অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য
প্রচ্ছদের ছবি : অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য
প্রচ্ছদ রূপায়ণ : সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ৩৯০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment