রহু চণ্ডালের হাড়।। অভিজিৎ সেন।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া

সুপ্রকাশ প্রকাশিত অভিজিৎ সেনের উপন্যাস 'রহু চণ্ডালের হাড়' পড়ে মতামত জানিয়েছেন গৌতম মুখার্জি। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...................................................
রহু চণ্ডালের হাড় 
অভিজিৎ সেন
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য ২৯৫ টাকা

বাজিগর একটি জাতি, তারা যাযাবর। তারা না হিন্দু না মুসলমান। তারা গরুও খায়, আবার শুয়োরও খায়।তাদের কোন স্থিতি নেই। গোরাখপুর থেকে শুরু করে উচ্ছেদ হতে হতে তারা মালদা পৌঁছবে। ভূমিহার, জমিদার ও  বড়লোক তাদের দিয়ে জঙ্গল আবাদ করে ক্ষেত বানায়, তারপর তাদের অন্যায়ভাবে উচ্ছেদ করে জমি বিক্রি করে দেয়। তাদের জীবিকা নানা রকম— বান্দর, কুকুর নিয়ে খেলা দেখানো কিম্বা ভিক্ষা করা। তাদের মেয়েরা ধর্ষিত হয় কিন্তু তারা কোন বিচার পায়না।

    ইংরেজ শাসন থেকে ভারত বিভাজন পর্যন্ত তাদের  কয়েক পুরুষের জীবন কাহিনী এই উপন্যাসের মূল বক্তব্য। তারা স্থিত হতে চাইবে, বিচার চাইবে, কৃষি কাজ করবে, এমন কি কিছু লোক মুসলিম ধর্ম গ্রহণ করবে— কিন্তু তবু তারা যাযাবর থাকবে। তাদের বিশ্বাস, তাদের জীবন শৈলী, তাদের সংঘর্ষ বড় করুণ। বার বার হাতির সাহায্যে তাদের বস্তি ধ্বংস হবে, কিছু লোক খুন জখম করে প্রতিবাদ করবে— তবু তাদের মনের আশা শেষ হয়না। তারা আবার সুস্থ জীবনের আকাঙ্ক্ষা করে, জীবনে ভালোবাসা আসে ও নতুন প্রজন্ম নতুন করে বাঁচার চেষ্টা করে।

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।