সৌভাগ্যশলাকা।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।।

সংকীর্ণ পথ, এঁকেবেঁকে যেন পাহাড়ের গর্ভে ঢুকে গেছে। যাওয়ার পথে ডাইনে-বাঁয়ে তৈরি করছে আরও কিছু শাখা। এগুলো অবশ্য ধাঁধা তৈরি করার জন্য বের করা। এমন পরিকল্পনা অ্যাডোনিস ছাড়া কার উর্বর মস্তিষ্কের ফসল হতে পারে? সুযোগ পেলে স্থপতি হিসেবে জেনেরিয়াসের নাম আরও উজ্জ্বল করতে পারত সে। পিতার, নিজের নামকে ইতিহাসের পাতায় খোদাই করার পরিবর্তে অ্যাডোনিস বেছে নিয়েছে অন্য পথ। এক মহান আদর্শকে রক্ষা করার পথ। আর এই পথ নির্মাণের নকশা এঁকে দিয়েছেন আরিমাথিয়ার জোসেফ।

'ঈশ্বরের সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে'— এই কথার মধ্যে দিয়ে বৃদ্ধ জোসেফ আদতে বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব সঁপেছেন তাঁদের কাঁধে। পরিকল্পিত প্রচার, জটিলতা, রহস্যের গভীরতা সেই বিশ্বাস টিকিয়ে রাখার অন্যতম মন্ত্র। একদিন যেভাবে সকলে প্রভু জিশুর পুনর্জীবন লাভের কথা শুনেছিল, এমনকী কেউ কেউ দেখেওছিল, সেভাবেই মৃত্যুর মুহূর্তে তাঁর পান করা পাত্র, তাঁর পোশাকে কিংবা রোমান সেঞ্চুরিয়ানের বর্শাফলকে শুকিয়ে লেগে থাকা পবিত্র রক্তের দাগকে অনশ্বর করে যেতে হবে।

প্রধান সুড়ঙ্গপথকে মশালের আলো মাখিয়ে রাখা হয়েছে। খুঁজে নিতে ভুল হয় না। অবশ্য আলো না থাকলেও একটানা ভেসে আসা পাথর কাটার শব্দ অনুসরণ করে এগিয়ে যাওয়া যেত। সেন্ট লংজিনাস সেই পথ ধরে কিছুটা উপর-নীচে হেঁটে একটা প্রশস্ত অংশে এসে থামলেন। ফ্যাকাশে পাথুরে গুহার গায়ে লেগে থাকা স্ফটিকখণ্ড মশালের আলোয় নক্ষত্রের মতো ঝিকমিক করছে। শীতের তীব্রতা শুষে মৃত্যুর চেয়েও কঠিন শৈত্য ধারণ করছে পাহাড়ের এই গর্ভগৃহ। দু-জন প্রশস্ত এই অংশে, গুহার গায়ে ভাষা ফুটিয়ে তুলছে। তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে অ্যাডোনিস। জেনেরিয়াসের সুযোগ্য পুত্র।

'কাজ কতদূর এগোল, অ্যাডোনিস?'

প্রয়োজনমতো প্রাচীন অক্ষরমালা তৈরির নির্দেশ দিচ্ছিল গ্রিক স্থপতি। পরিচিত কণ্ঠে নজর পিছনে ফেরাল। প্রশ্নের সঙ্গেই স্তব্ধ হয়ে গেল এতক্ষণ ধরে সচল দু-জোড়া হাত। তবে শেষ আঘাতের অনুরণন সুড়ঙ্গ ধরে এগিয়ে ফুরিয়ে যেতে আরও কিছুটা সময় নিল।

'প্রায় শেষদিকে। শেষধাপে নতুন এক প্রকৌশল অবলম্বন করেছি। এখানে কোনো প্রবেশদ্বারের অস্তিত্ব দেখতে পাচ্ছেন?' পাথরের গায়ে ফুটিয়ে তোলা অক্ষরমালার দিকে দিকে আঙুল তুলল অ্যাডোনিস।
.........................................
সৌভাগ্যশলাকা
অলোক সান্যাল

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
অলংকরণ : অদ্বয় দত্ত 

মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা

সুপ্রকাশ 


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।