শঙ্কর মাস্টার।। বরুণদেব।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া

সুপ্রকাশ প্রকাশিত বরুণদেবের বই 'শঙ্কর মাস্টার' পড়ে পাঠ-প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরজিৎ বসাক। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
...........................
বইয়ের নাম : শঙ্কর মাস্টার
লেখকের নাম : বরুণদেব
প্রকাশক : সুপ্রকাশ 
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী : অদ্বয় দত্ত, শান্তনু দাস

‘গদ্য অথচ গল্প নয়, কাব্যি অথচ কবিতা নয়’ — গোড়াতেই এমন বক্তব্য বোধহয় বিভ্রান্তিকর। কিন্তু ছোট্ট আকারের এই বইটির বিষয়ে কোনওরকম অনুভূতি প্রকাশ করতে হলে গোড়ার বক্তব্যটিই ‘একমেবাদ্বিতীয়ম’। 

নদীয়া জেলার একটি জনপদ ‘মাটিয়ারি’। সেই মাটিয়ারির আদিলগ্নের ইতিহাস থেকে শুরু করে, গ্রাম্য সংস্কৃতির মৃন্ময়ী-montage গড়ে তোলা অবধি এই বইয়ের লেখনীর বিশাল বিস্তৃতি। এবং সবকিছুর কেন্দ্রবিন্দু : মঞ্চের উপর জেগে ওঠা যাত্রা। যাত্রার সঙ্গে জড়িত মাথাদের রোজনামচায় গড়ে উঠেছে হাড়ের কাঠামো, সামাজিক ঐক্যের প্রতিনিধিত্ব করতে থাকা যাত্রার প্রস্তুতিপর্ব দিয়ে গড়ে উঠেছে দেহের যা-কিছু মাংসল। এহেন শরীরের হৃদয়টুকুর একচ্ছত্র স্রষ্টা ‘শঙ্কর মাস্টার’, মাস্টারির পাশাপাশি যে চরিত্রটি আমৃত্যু নিজের সবকিছু সমর্পণ করে গিয়েছেন মঞ্চের চৌহদ্দিকে। 

অদ্ভুত সুন্দর লেখনী। কথক এখানে শঙ্কর মাস্টারের আপন পুত্র। কিন্তু প্রায় পুরো লেখা জুড়েই সে ‘বাবা’ বলে সম্বোধিত করছে না মূল নায়ককে। ‘শঙ্কর মাস্টার’-ই যেন নায়কের একমাত্র পরিচিতি। মাস্টারের জীবনের নানা তরঙ্গের মাঝে প্রায়শই ভেসে উঠছে কথকের নিজস্ব  সাংস্কৃতিক বিশ্লেষণের বুদবুদ। ভেসে উঠছে, আবার বিলীন হয়ে যাচ্ছে ফ্ল্যাশব্যাকের হাত ধরে কোনও সংলাপে কিংবা ঘটনাক্রমে। এটা সত্যিই গল্প নয়, কবিতাও নয়। ‘যাপন’ শব্দটি এই রচনাটির ক্ষেত্রে যথার্থ বললেও বুঝি কম বলা হয়। 

এহেন যাপনের হাত ধরে উপভোগ্যতা নয়, ধীরপায়ে মঞ্চে আবির্ভূত হয় উপলব্ধি। আড়ালে থেকে যাওয়া শিল্প-শিল্পীর যুগলবন্দীর গা থেকে ভেসে আসা সুবাসের উপলব্ধি, মাটিয়ারির মাটির উপলব্ধি, জীবনের উপলব্ধি। 
এখন শেষ প্রশ্ন হচ্ছে, সেইসমস্ত উপলব্ধি কি পুরোপুরি নিজের মধ্যে ধারণ করতে পেরেছি? — এর উত্তরের মধ্যে অনেকরকমের কাব্যি করা চলে, কিন্তু একমাত্র সৎ উত্তর হচ্ছে, নাঃ, পারিনি। কেনই বা পারব? মেট্রোপলিটন জীবনে অভ্যস্ত যুবাবস্থায় দাঁড়িয়ে, হাতে একখানা কেতাব নিয়ে এক বৃহত্তর অজানা দুনিয়ার আবেগে স্বপ্নালু হওয়া চলে। কিন্তু উপলব্ধি? সেটার জন্য পায়ে মাটির স্পর্শ চাই। সেই একই মাটির স্পর্শ, যাতে কিনা মিশে আছে শঙ্কর মাস্টারের মতো অগণিত শিল্পীর চরণধূলি। 

এমন একটি মর্মস্পর্শী বই উপহার দেওয়ার জন্য লেখককে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা... এবং যা-কিছু ইতিবাচক আছে, সেসবকিছু। সঙ্গে একটা অনুরোধ। আরও গল্প শোনানোর অনুরোধ। কৈশোরে আটকে থাকা অবাধ্য পাঠক-মন যে গল্প শুনতেই সবচেয়ে বেশি ভালোবাসে। খুঁজে বেড়ায় সে নানাপ্রান্তের কথকদের।

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।