কল্লোল লাহিড়ীর উপন্যাস 'নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি' পড়ে লিখছেন অভিষেক দত্ত

সুপ্রকাশ প্রকাশিত কল্লোল লাহিড়ীর উপন্যাস ' নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি ' পড়ে লিখছেন অভিষেক দত্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ...................... 🍁 বই - নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি 🍁 লেখক - কল্লোল লাহিড়ী 🍁 প্রকাশনী - সুপ্রকাশ 🍁 দাম - ২৮০ টাকা "আমাদের দেশে কালপুরুষ হয়ে থাকল সেই বীর.... যাকে একবার দেখলে ঘরছাড়া হতে হয়..... যাকে ভালোবাসলে খোলা আকাশের নীচে মরতে হয়।" সদ্য পড়ে শেষ করলাম সুলেখক কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ‘নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি’। লেখক এই উপন্যাসে ভালোবাসা দেখিয়েছেন এবং তা সম্পূর্ণ অন্য আঙ্গিকে। একটা রেশ থেকে যাওয়ার মতন উপন্যাস পড়লাম। এ উপন্যাস কিংশুকের। এ উপন্যাস মন্টুর। স্কুলে পাঠরত কিংশুকের পছন্দ দীপালিকে। দীপালি তার সেই কবেকার বন্ধু। কিন্তু দীপালি কি তাকে পছন্দ করে ? ভাদুড়ী স্কুলে তার জায়গা দখল করে থাকে। সে কি পারবে নিজের জায়গা ছিনিয়ে নিতে ? পচা কিংশুকের বন্ধু। কিন্তু সে কথায় কথায় গালাগাল দেয়। অন্যরকম কথা বলে। কিন্তু সে কাকলিকে ভালোবাসে। সে কি পাবে কাকলিকে ? এই উপন্যাসে আছে একটা সিনেমা হল। স্কুল পালিয়ে কিংশুক পচ...