সমর ভট্টাচার্য রচনা সংগ্রহ।। সুপ্রকাশ।।

পাঠশালার পাশেই গীলবার্ট সাহেবের বাড়ি। বাড়ির গঠনটাও বিদেশি ধাঁচের। সামনেটা ফুলের বাগান। বেল, জুঁই এবং বিভিন্ন ঋতুর বিদেশি ফুল ফুটে থাকে সব সময়। ফুলবাগান পেরিয়ে বাড়ি। শ্লেট রঙয়ের। সামনের ঘরটিতে আলমারি ভর্তি বই। সবই ইংরেজি। মধ্যিখানে বসবার চেয়ার টেবিল। ঘরের দেয়ালে টাঙানো ছবি। অংশু জানত না ছবিগুলো কীসের এবং কার। গীলবার্ট সায়েব প্রতিটা ছবি চিনিয়ে দিয়েছেন অংশুকে। অধিকাংশই যিশুখ্রিস্টের ছবি। ক্রুশ ঘাড়ে হাঁটছেন নিজের বধ্যভূমির দিকে। কোনোটাতে পড়ে গিয়েছেন। শেষের ছবিটাতে ক্রুশবিদ্ধ যীশু। মাথায় কাঁটার মুকুট। হাতে পায়ে বুকে নৃশংস পেরেক পোঁতা। তা থেকে রক্ত ঝরছে। মাথাটা কাত হয়ে আছে বাঁ-পাশে।

ছবিগুলো দেখে অংশুর খুব কষ্ট হয়েছিল।

—'মানুষ মানুষকে এমন করে মেরে ফেলতে পারে?'

—'হ্যাঁ পারে। মানুষই তো মানুষকে মারে।'

—'কেন মারে?'

—'মানুষের স্বার্থে যদি কেউ আঘাত করে তাকে বাঁচতে দেয় না।'

—'কী করেছিলেন যিশুখ্রিস্ট?'

—'মানুষকে ভালবাসতে শিখিয়েছিলেন। বলেছিলেন, এ-মাটি কোনো রাজার নয়। মানুষের। ঈশ্বরের সৃষ্টি এ-পৃথিবী ভোগ করবে ঈশ্বরের পুত্র মানুষেরা। তাই তো রাজা হেরড রাজদ্রোহী বলে তাঁকে হত্যা করেছিল।'—বলেই বুকে ক্রুশ এঁকে বিড় বিড় করেছিলেন গীলবার্ট সাহেব—'পিতা পুত্র পবিত্র আত্মা নামে তথাস্তু। হে আমাদের স্বর্গস্থ পিতাঃ, তোমার মহিমা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক।' বলে অংশুর দিকে তাকিয়ে প্রশান্ত হাসি হেসে বলেছিলেন—'জানো অংশু, তাই তো ঈশ্বরের আর এক নাম ভালোবাসা।'

কী আশ্চর্য কথাটা! কী যে ভালো লেগেছিল অংশুর, তাই বার বার মনে মনে উচ্চারণ করেছিল :

ঈশ্বরের আর এক নাম ভালোবাসা
ঈশ্বরের আর এক নাম ভালোবাসা
ঈশ্বরের আর এক নাম ভালোবাসা

—'জানো অংশুমান, তুমি আরও যখন বড়ো হবে, লেখা-পড়া শিখে জ্ঞান বাড়বে তখন বুঝবে গোটা পৃথিবী জুড়ে যখন নেমে আসে অন্যায় আর অত্যাচার তখন এক-একজন মানুষ এসে যান প্রতিবাদ করতে। প্রতিবাদে সবাইকে জড়ো করেন তিনি। মানুষের ভালো করতে গিয়ে কেউ শাস্তি পান, কেউ অনাহার এবং অবহেলায় মারা যান—তখন মানুষেরা বুঝতে পারে ঐ মানুষটির কথা কত সঠিক। ঠিক তখনই কিছু মানুষ তাঁকে দেবতা কিংবা মহামানব বানিয়ে দেয়। এটা সব দেশ সব কালে হচ্ছে, হবে।'

—'যিশুখ্রিস্ট ভগবান নন?'

গীলবার্ট সাহেব হো হো হেসে বলেন—'কে বলল যীশুখ্রিস্ট ভগবান? যীশু তোমার আমার মতনই মানুষ ছিলেন।'

—'তবে যে তুমি যিশুখ্রিস্টের পুজো করো?'

—'কই, পুজো করিনে তো! তাঁর মত এবং আদর্শে আমি বিশ্বাস করি বলে তাঁকে স্মরণে রাখি—বুঝলে অংশুবাবু? নাও চকোলেট খাও।'

এক পকেট চকোলেট নিয়ে অংশু নেমে এসেছিল রাস্তায়। গেটের কাছে দাঁড়িয়ে অচিনপুরের মানুষের চোখে ম্লেচ্ছ, পাট্টার পাজামার ওপর আদ্দির পাঞ্জাবি-পরা ছিপছিপে কালো চামড়ার লম্বা গীলবার্ট সাহেব হাত নাড়িয়ে বলেছিলেন—'আবার এসো অংশুমান, আসবে তো?'

অচিনপুরের এই প্রায়-নিঃসঙ্গ মানুষটার জন্যে হঠাৎ বুকের মধ্যে এক ধরনের চাপা কান্না অনুভব করেছিল অংশু। বুকের মধ্যে ঝংকার দিয়ে বেজেছিল : 
ঈশ্বরের আর এক নাম ভালোবাসা
ঈশ্বরের আর এক নাম ভালোবাসা
ঈশ্বরের আর এক নাম ভালোবাসা
..........................................................
সমর ভট্টাচার্য রচনা সংগ্রহ
সম্পাদনা : শতঞ্জীব রাহা 

মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা

সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

অলৌকিক বাগান।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।