যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।। পাঠপ্রতিক্রিয়া।। সুপ্রকাশ।।
সুপ্রকাশ প্রকাশিত অর্দ্ধেন্দুশেখর গোস্বামীর কিশোর গল্প সংকলন 'যেসব গল্প ছোটো থেকে বড়ো হয় ' পড়ে লিখেছেন অর্ক আচার্য।
...............................
পাঠপ্রতিক্রিয়া: অর্ধেন্দুশেখর গোস্বামীর লেখা "যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়"পড়া সমাপ্ত হলো। সত্যি বলতে কিভাবে ভালোলাগার প্রতিক্রিয়া দেবো তা ভাষায় বর্ণনা দুঃসাধ্য। এটুকু বলতে পারি কি ভালো লেখেন অর্দ্ধেন্দুশেখরবাবু❤️.. এভাবে নস্টালজিয়া জীবন্ত করতে কজন পারে?! 'জানোয়ারের দেশে' এবং 'শান্তা আর দস্যির গল্প' পড়ে চোখের জল চেপে রাখা দায়। 'অম্বুদের পাঠশালা' এবং 'ভয়' - কিছুক্ষণের জন্য হলেও হারানো ছেলেবেলা ফিরিয়ে আনে। 'উন্মোচন'- হোস্টেলজীবনের আমাদের দস্যিপনাকে চোখের সামনে উদ্ভাসিত করে। 'রাজা ও তস্কর' কাহিনীর আড়ালে জীবনের শিক্ষা প্রদান করে। 'তিন কান্ড হনুমান' পড়ে হাসবে না যে সে নির্ঘাত রামগরুড়ের ছানা!! আর শেষে 'ফাঁসির মঞ্চে ভাগ্যবান' ভগৎ সিং এর জীবনআলেখ্যকে বড় সুন্দরভাবে বর্ণনা করে যা ইতিহাসপ্রেমী আমায় আবিষ্ট করেছে। শেষে বলি লেখক ও প্রকাশক উভয়কেই ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি বিষয়কে রূপ দেওয়ার জন্য যার জন্য মানসিকভাবে কিছুক্ষণের জন্য হলেও নিজ জীবনের অতীত ভ্রমণ সম্ভব হয়েছে।
Comments
Post a Comment