নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। পাঠপ্রতিক্রিয়া।। সুপ্রকাশ।।
সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস ' নষ্ট চাঁদের আলো ' পড়ে লিখেছেন শুভঙ্কর। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
..................................
নষ্ট চাঁদের আলো
লেখক: অলোক সান্যাল
প্রকাশক: সুপ্রকাশ
মুল্য: ₹590
আঠারো শতকের আটলান্টিকে ব্ল্যাকবিয়ার্ড এর দস্যুতার কাহিনী। সেই লুট করা ধনসম্পদ উদ্ধার করতে যাওয়া এক বিজ্ঞানী এমা মিলার ও তার স্পন্সর জোনাথন ডারওয়ার্ড এর অনুসন্ধান এর কাহিনী।
গুপ্তধনের ক্লু, এমার তীক্ষ্ণ বুদ্ধি, ফাদার সাইমনের হঠাৎ করে কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠা সব কিছু মিলিয়ে শেষ এক সপ্তাহ ধরে এই রোমাঞ্চকর অভিযান প্রতিটি ক্ষণে শুধুই শিহরিত করে তুলেছে।
ভালো, শিক্ষিত সমাজের মুখোশ, বর্বর দস্যুদের হৃদয় তথা সখ্য, সর্বোপরি সমাজের সমস্ত মানুষদের চেহারা গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কোনো ভাষা নেই এই সুন্দর কাহিনীকে প্রকাশ করার মত। এককথায় মুগ্ধ। বইটি পড়লে আসল স্বাদ পাওয়া যাবে।
Comments
Post a Comment