যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।।

'পুজোর ছুটির পর স্কুল সব খুলেছে। হস্টেলের ছেলেরাও বাড়ি থেকে ফিরে এসেছে। অ্যানুয়াল পরীক্ষা সামনেই। দশটায় বাতি নেভানোর ফরমান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্থগিত আছে। এগারটার পর একে একে সব ঘরের আলো নিভে গেল। ব্যতিক্রম একমাত্র ৫নং রুম। সেখানে তখনও টেবিল ল্যাম্প জ্বেলে নবেন্দু পাঠ্যপুস্তকের সমুদয় অক্ষর নিজের মাথায় মুদ্রিত করার প্রাণপণ চেষ্টায় রত। গভীর রাতে তার মৃদু গুনগুনানিও ছাত্রাবাসের চৌহদ্দি পেরিয়ে চলে যাচ্ছে। হঠাৎ-ই ঝুপ করে আলোটি নিভে গেল। কিন্তু নবেন্দু এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। সে অতি বিচক্ষণ ও পরিপাটি স্বভাবের ছেলে। টেবিলের ড্রয়ার থেকে একটি টর্চ বের করে সে ঘর থেকে বেরিয়ে ১১নং রুমে চলে এল। এটি মিটার রুম। এর একটি চাবি ফেলারামবাবুর কাছে থাকে। যেহেতু সে গভীর রাত্রি পর্যন্ত পড়াশোনা করে এবং ফিউজের তার কেটে যাওয়ার ঘটনা এখানে প্রায়ই ঘটে, সে স্যারের কাছ থেকে চাবিটি চেয়ে নিজের কাছে রেখেছিল। ঘর খুলে সব কিছু পর্যবেক্ষণ করে সে আবিষ্কার করল মেইন-এর ফিউজ উড়ে গেছে। ফিউজের তার সঙ্গে নিয়েই সে বেরিয়েছিল। সেটি মেরামত করে বেশ আত্মতৃপ্তির সঙ্গে নিজের দূরদর্শিতার কথা ভাবতে ভাবতে নিজের ঘরে ফিরে বই খোলার সঙ্গে সঙ্গেই আবার সব অন্ধকার! হতাশ নবেন্দু এবার বই গুটিয়ে রেখে ব্যাপারটা কী হচ্ছে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন লাইন মেরামতির নতুন উদ্যোগ দেখা গেল না, তখন যে-ঘরটিতে পেতলের মোটা তালা, প্লাগ পয়েন্ট ও বিদ্যুতের মোটা তার নিয়ে দুজন ছাত্র ব্যস্ত ছিল, তারা সরঞ্জাম গুটিয়ে হাসতে হাসতে শুয়ে পড়ল।'


উন্মোচন
...................
যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী

প্রচ্ছদ ও অলংকরণ : সুলিপ্ত মণ্ডল

মুদ্রিত মূল্য : ২৩০ টাকা

#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।