অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।।
'তৃতীয় দিন বা খুন্টাও মাহা সহরায় পরবের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। 'গরু খুঁটা' বা কোথাও কোথাও 'বাঁদনা' নামেই হিল্লোল ওঠে মানভূমের বুকের কোণায় কোণায়। নিয়ম-আচার শুরু হয় সকাল থেকেই। গ্রাম প্রধান এবং নাইকের থেকে অনুমতি নিয়ে শুরু হয় পুজোর কাজ। 'গরু খুঁটা' আসলে গৃহপালিত গরুগুলোকে এবং 'কাঁড়া খুঁটা' চাষের কাজে সাহায্যকারী বলদগুলোকে উত্যক্ত করা। যদিও উদ্দেশ্য শুধু সেটুকুই কেবল নয়। আসলে বর্ষাকালে চাষবাসের পর মাঠে ভর্তি যখন ফসল, তখন দীর্ঘদিন অলস হয়ে বসে থাকা ছাড়া উপায় থাকে না পশুগুলোর। তাই শীতকালীন চাষবাস শুরু হবার আগে গতরে একটু তাগদ ফিরিয়ে আনতেই এই পদ্ধতি। এই দিন গরু বা বলদগুলোর শিংয়ে পড়ে তেল-সিঁদুরের প্রলেপ। তারপর তাদের সাজিয়ে দেওয়া হয় ধানের শীষ দিয়ে। গান গাইতে গাইতে শরীরে ছড়িয়ে দেওয়া হয় ধান, নরম ঘাস এবং আতপ চাল। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় গ্রামের পাশের কোনো মাঠ বা খালি জায়গায়, যেখানে আগে থেকেই মাটির মধ্যে গর্ত করে শক্ত করে পুঁতে রাখা হয়েছে একটা শাল গাছের গুঁড়ি বা খুঁটি। সেই গরু বা বলদটাকে সেই খুঁটির সঙ্গে বাঁধবার পর তাকে উত্যক্ত করা শুরু হয় ধামসা-মাদল-বাঁশি বা...