Posts

Showing posts from May, 2025

অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।।

Image
'তৃতীয় দিন বা খুন্টাও মাহা সহরায় পরবের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। 'গরু খুঁটা' বা কোথাও কোথাও 'বাঁদনা' নামেই হিল্লোল ওঠে মানভূমের বুকের কোণায় কোণায়। নিয়ম-আচার শুরু হয় সকাল থেকেই। গ্রাম প্রধান এবং নাইকের থেকে অনুমতি নিয়ে শুরু হয় পুজোর কাজ। 'গরু খুঁটা' আসলে গৃহপালিত গরুগুলোকে এবং 'কাঁড়া খুঁটা' চাষের কাজে সাহায্যকারী বলদগুলোকে উত্যক্ত করা। যদিও উদ্দেশ্য শুধু সেটুকুই কেবল নয়। আসলে বর্ষাকালে চাষবাসের পর মাঠে ভর্তি যখন ফসল, তখন দীর্ঘদিন অলস হয়ে বসে থাকা ছাড়া উপায় থাকে না পশুগুলোর। তাই শীতকালীন চাষবাস শুরু হবার আগে গতরে একটু তাগদ ফিরিয়ে আনতেই এই পদ্ধতি। এই দিন গরু বা বলদগুলোর শিংয়ে পড়ে তেল-সিঁদুরের প্রলেপ। তারপর তাদের সাজিয়ে দেওয়া হয় ধানের শীষ দিয়ে। গান গাইতে গাইতে শরীরে ছড়িয়ে দেওয়া হয় ধান, নরম ঘাস এবং আতপ চাল। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় গ্রামের পাশের কোনো মাঠ বা খালি জায়গায়, যেখানে আগে থেকেই মাটির মধ্যে গর্ত করে শক্ত করে পুঁতে রাখা হয়েছে একটা শাল গাছের গুঁড়ি বা খুঁটি। সেই গরু বা বলদটাকে সেই খুঁটির সঙ্গে বাঁধবার পর তাকে উত্যক্ত করা শুরু হয় ধামসা-মাদল-বাঁশি বা...

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে ইন্সটাগ্রামে মতামত জানিয়েছেন দিশা চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ........................................................... বই : আহাম্মকের খুদকুড়ো লেখক : দুর্লভ সূত্রধর প্রকাশনা : সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩০০/- সাধারণের তুচ্ছ জীবনের চারপাশেও চঞ্চলতা- ঔদাস্যের কত দিন জমা হয়ে থাকে খুদকুড়োরই মতো। ডুমাটোলার দাদু বলেছিলেন, " বুঝলে দাদুভাই, এই জীবনটা ছাড়া জীবনে অপ্রয়োজনীয় বলে কিছু নেই।" সমগ্র বই জুড়ে লেখক এঁকেছেন তার অতীত জীবনের, ছোটোবেলার গল্প। সকালের জলখাবারের রকমারি থেকে শুরু করে জ্বরের মুখে পোড়ের ভাত আর রহস্যময় ঘি-এর স্বাদ, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা প্রস্ফুটিত হয়েছে লেখকের কলমে। কখনো আবার একসাথে গোটা একটা ডিম খাওয়ার প্রথম ও রোমাঞ্চকর অভিজ্ঞতা লিখেছেন লেখক। জলখাবারের সমারোহ কখনো কখনো গভীরভাবে আকর্ষণ করতো লেখককে। লেখকের লেখায় লেখকের ছোটোবেলার জীবনের আরো অনেক তথ্য ধরা পড়ে। লেখকের স্কুল, রিপাবলিক স্কুল, স্কুলের শিক্ষক, স্কুলের বন্ধুরা, সরস্বতী পূজা, উদযাপন উপলক্ষে বিভি...

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন ঐশী রায়। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ এই বইকে কী বলবো! এই সময়ের রূপকথা, যেখানে যৌথখামারের স্বপ্নের বাস্তবায়ন করে দেখিয়েছেন লেখক। কত হেরে যাওয়া, কত ব্যর্থতা পেরিয়ে মানুষ বেঁধে বেঁধে থাকেন দু-প্রজন্ম জুড়ে। যে সমৃদ্ধ, সচেতন নাগরিকের স্বপ্ন দেখেছেন এবং দেখিয়েছেন লেখক, তা বাংলা সাহিত্যে থেকে যাবে, এ আমার বিশ্বাস। একটাই আক্ষেপ, কেন অনুবাদ হয় না এসব বইয়ের? বেশ কিছু মনে রাখার মতো লাইন দিয়েছে এই বই। 'আমাদের মতাদর্শ আসলে কর্মের পথনির্দেশিকা।'—এরকম অসামান্য স্মরণীয় লাইনে ভরে রয়েছে এই বই। মাঝে মাঝেই ফিরে ফিরে পড়তে হবে এই বই আমাকে। ................................................................. অনন্যবর্তী দুর্লভ সূত্রধর  সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন নিশা মিত্র। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ দুর্লভ সূত্রধর এখন বেশ নামকরা লেখক। তাঁর সব গল্প পড়া না হলেও আহম্মদের খুদকুড়ো-র নাম প্রায় অনেকের শোনা। অনন্যবর্তী ২০২৫-এ এসে সেই নব্বই-এর দশক বা তারও আগের গল্প শোনায়। কুন্তী নদীর ধারে বড়ো হয়ে ওঠা শৈশব, যৌবন ও বার্ধক্যের কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য। সেইসঙ্গে দেখতে শেখা চারপাশের পরিবেশ, মানুষজন কেমন পরিবর্তিত হয়ে চলেছে সময়ের সঙ্গে। তনয়, শোভন, টুকু, কাজু, তরণী, তপেশ কয়েকজন কৈশোর পেরোনো ছেলে মেয়ের সরল, সাধাসিধে গ্রাম্য বা আধা মফস্বলী জীবন। লেখক এই কৈশোর ও যৌবনের সন্ধিক্ষনে দাঁড়িয়ে থাকা চরিত্রগুলির মধ্যে দিয়ে বন্ধুত্ব, প্রেম, পড়াশোনা, মানসিক অস্থিরতা যেমন বুঝিয়েছেন, সেই রকমই সমান্তরালে শচিপ্রসাদ, সতীশচন্দ্র, ফনিভূষণ, ঊষাদেবী, কুসুমিতা এঁদের মাধ্যমে যৌবন থেকে বার্ধক্যে উন্নীত হওয়ার কাহিনীও ব্যক্ত করেছেন। রাজনীতি, সংকীর্ণতা, পারস্পরিক দ্বন্দ্ব বিভ্রান্ত করেছে চরিত্রগুলিকে। কিন্তু...

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন সামিহা অনু। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ একটা সুন্দর ছিমছাম মিনিমালিস্টিক বই। শৈশব, বেড়ে ওঠা, জীবন ও জগতকে দ্যাখার গল্প। সহজ সাধারণ কিছু মানুষের পার্সপেক্টিভ থেকে। গল্পের ন্যারেশন খুবই লিনিয়ার, কিন্তু নান্দনিক। রূপক উপমার পরিমিত ব্যবহার। প্রকৃতির বর্ণনায় ন্যূনতম মনোটনি নেই। শৈলী বিচারে অনন্যবর্তী'র সাথে মণীন্দ্র গুপ্তের 'অক্ষয় মালবেরি'র তুলনা করা যাইতে পারে। অবশ্য প্রথমটা ফিকশন, দ্বিতীয়টা নন। পড়তে গিয়ে মুগ্ধ হয়েছি উভয় ক্ষেত্রে। মালবেরি আমার বেশিই প্রিয়। ................................................................. অনন্যবর্তী দুর্লভ সূত্রধর  সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন তানভীর আহমেদ শুভ। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ বইটিতে সবচেয়ে বেশী ভালো লেগেছে তথ্যগুলো। শৈশবের স্মৃতি থেকে এত বিশদ বিবরণ খুবই প্রশংসনীয়। আমাদের সবারই এমন কিছু কিছু স্মৃতি থাকে যা আমরা মনে রাখতে পারি শুধুমাত্র তাদের বিচিত্রতার জন্যে। যেমন লেখকের ক্ষেত্রে সেটি হবে শৈশবে কোনো এক প্রানীর কামড় খাওয়া। যদিও তার স্মৃতি তাকে কোন প্রানী কামড়িয়েছিলো তা মনে রাখতে দেয়নি। তবুও, দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র মনে রাখতে পারাটা বিস্ময়কর। খাবারদাবার নিয়ে লেখকের আলাদাই একটা নস্টালজিয়া বিদ্যমান। আর্থিক অবস্থার দরুন বিলাসিতা না থাকলেও বৈচিত্রের প্রাচুর্য ছিল। আর খাবারের স্বাদের বিবরণী এত নিখুঁত যে পড়লেই স্বাদ উপলব্ধি করা সম্ভব। আরেকটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাঁর স্কুলকে "রিপাবলিক" হিসেবে সম্বোধন করা। আমার কাছে এটা নতুন কারণ আজীবন স্কুল কলেজকে "গুলাগ"-এর সাথে তুলনা করে এসেছি। পরে অবশ্য বুঝা গিয়েছে কেন লেখকের কাছে...

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন সুব্রত দাস। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ স্বর্ণের দোকানের আশেপাশে কিছু লোক ঝাড়ু দিয়ে আবর্জনা সংগ্রহ করে, তারপর সেগুলো পুড়িয়ে ছেকে বের করে আনে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণের কণা। লেখক যেগুলোকে খুদকুড়ো বলেছেন সেগুলো এই ছাইয়ে পাওয়া স্বর্ণকণা মনে হয়েছে। গ্রামের শৈশব আর কৈশোরের এত চমৎকার বর্ণনা এই শহুরে পাঠকের মনে যে কিছুটা ঈর্ষার সঞ্চার করেছে তা বলাই বাহুল্য। লেখক যে বিষয়টিকেই নিয়ে লিখেছেন তা এমনভাবে তুলে ধরেছেন যাতে কোন স্বর্ণকণিকায় বাদ পড়তে না পারে। কয়েকবছর আগে জাপানি বই "তেত্তোচান" পড়ে মনে হয়েছিল ঈশ যদি এমন একটা বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করতে পারতাম! এই বইটি পড়ে আবার সে অনুভুতি হচ্ছে। ইশ!! আমাদের হাইস্কুলগুলোও যদি সে "রিপাবলিক" এর মতো হত। লেখকের রিপাবলিক-এর স্যারদের এমন ব্যক্তিত্ব আজকাল গল্প উপন্যাসেও দূর্লভ হয়ে উঠেছে। যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি শিক্ষাব্যবস্থা, সর্বোপরি নৈতিকতা ও মূল্যবোধের অ...

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন শিশির। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ "মনে নেই? মণিবাবু স্যার একদিন ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎই জানালার বাইরে স্বপ্নিল চোখ মেলে উদাসীন গলায় বলেছিলেন— 'সাহেব বাংলোর সামনে যে দেবদারু বীথি আছে, জ্যোৎস্না রাতে সেখানে একা একা হাঁটলে কবিতার জন্ম হবে।' কিংবা 'রূপেশ্বরী আনারখোলার কাছে যেখানে বড়ো একটা বাঁক নিয়ে হাঁটুরার দিকে চলে গেছে, শেষ বিকেলের রক্তাভ সোনালি আলোয় সেখানে গিয়ে দাঁড়ালে কবিতা অমনি ধরা দেবে। সেখানে দত্তচৌধুরীদের পূর্বপুরুষদের 'কামরা।' বৃক্ষ-সজ্জিত বহু পুরোনো বাগান। সেখানে যখন থেকে থেকে ভেসে আসা কাঠচাঁপার গন্ধে চমকে উঠবে বাতাস তখন কবিতা এসে তোমার পাশে বসবে।' মনে আবার নেই! স্যার মাঝে মাঝেই অমন স্বপ্নে চলে যেতেন"। —কেউ যদি কথা না শোনে তাহলে মানুষ কীভাবে কথা বলবে? মনিবাবু স্যারের কথা অনুযায়ী কাগজে কলমে। কলমের স্পর্শে ফুটে উঠবে কথার কারুমিতি! লেখক আসলে কথার 'কারুমিতি'ই ফুটিয়ে ত...

বাঘাচাঁদের কথাকাব্য।। অনিল ঘোষ।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অনিল ঘোষের বই ' বাঘাচাঁদের কথাকাব্য ' পড়ে লিখেছেন শর্মিষ্ঠা বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ............................ বাঘাচাঁদের কথাকাব্য শেষ করলাম। সুন্দরবন অঞ্চলের কাল্পনিক চরিত্রকে নিয়ে যে লোককথা বা চলতি মিথ সেটাই সুন্দর করে লিপিবদ্ধ করেছেন লেখক অনিল ঘোষ। এইসব মিথের সাথে জড়িয়ে আছে মানুষকে ধর্ম, বর্ণ, নির্বিশেষে এক্যবদ্ধ করার রসদ। নিরক্ষর মানুষের অন্তরে সাম্যবাদের বীজ বপন করেছিল এইসব লোক কথা যা নগরায়নের কোপে আস্তে আস্তে নিজের মহিমা হারায়। যেকোনো লোককথা, লেজেন্ড, মিথ, একটা উপজাতির ইতিহাস বহন করে, মানুষের শিকড়ের গল্প যার মধ্যে নিহিত থাকে তাদের সংগ্রামের ইতিহাস।    বাঘাচাঁদের কথাকাব্য  সুপ্রকাশ প্রকাশনা , ৩০০ টাকা

মোগলমারির সখি।। ভাস্কর দাস।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত ভাস্কর দাসের বই 'মোগলমারির সখি' পড়ে মতামত জানিয়েছেন প্রান্তিক বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। .......................................................... অন্যরকম একটা বই পড়লাম। এরকম কিছু আগে পড়িনি। তাই ভাবলাম আর পাঁচজনের সাথে শেয়ার করি। হয়ত আপনি মোগলমারি জায়গাটার কথা আগে শুনেছেন। আমি শুনেছিলাম মাত্র কয়েকবছর আগে। আবছা মনে ছিল। বইমেলায় ট্রাভেল রাইটার্স ফোরামের স্টলে এই বইটার সুন্দর এক প্রচ্ছদ আর নাম দেখে উল্টেপাল্টে দেখি। ইনস্ট্যান্ট একটা আকর্ষণ জন্মায়। কারণ গ্রামে বড় হওয়া আমার ঠাকুমা আর বাবার পিসিমার মুখে ছোটবেলায় শোনা বেশ কিছু লোককথা।  বইটা এখনো অবধি দুবার পড়েছি। একবার হু হু করে, সামনে পিছনে না দেখে। আর একবার সটীক। এত সুন্দর উপস্থাপনার কারণে এই ছোট্ট বইটা আমার হাতে যতটা থেকেছে, তার থেকে বেশি একে রোমন্থন করেছি মনে।  মোগলমারিতে একটা চকিত ভ্রমণ থেকে উড়ান শুরু করে লেখকের এক ভাবনা। পরিষ্কারভাবে আরও বই, নথি, পুঁথি, আন্তর্জাল ঘেঁটে জন্ম নেয় এই মিনি জেম। একই পরণকথার (এই শব্দটার অর্থ ও ব্যবহার আগে বিশেষ জানতাম না) চারটে রূ...