বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যর উপন্যাস 'বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য' পড়ে মতামত জানিয়েছেন তপন সামন্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।।
.............................................................................................................................
শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য' পড়লাম। শুরুতে বেশ হতাশ হয়েছিলাম। ভাষার সঙ্গে সড়গড় হতে একটু সময় লাগল। কিন্তু শেষ করে একটা দিশা পেলাম। ধৈর্যের দিশা, অপেক্ষার দিশা, লক্ষ্যে স্থির থাকার দিশা। 

নাম শুনে মনে হবে বইটা বুঝি থ্রিলার। আসলে পরতে পরতে আছে সমাজ ও রাজনীতি, ব্যক্তি মানুষকে কিভাবে পরিচালিত করে তারই ইতিবৃত্ত। সামন্ততন্ত্র ও পুঁজিবাদের দ্বন্দ্বে পুঁজির জয় নিশ্চিত এবং সে জয়ের জন্য পুঁজি কত নির্মম হতে পারে, তার জীবন্ত ছবি এঁকেছেন শাক্যজিৎ। 

সব থেকে ভালো লেগেছে খুব সংক্ষেপে বামফ্রন্ট সরকারের মূল্যায়ন। উপন্যাসের প্রেক্ষাপট দক্ষিণ চব্বিশ পরগণা আর চরিত্র হিসাবে নকুল কাঁটাল কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী আর বীরেশ্বর সামন্ত দোর্দণ্ড প্রতাপ জোতদার, সামন্ততন্ত্রের শক্তিশালী রক্ষক। এবারে মূল্যায়নটা পড়ুন -

'নব্বইয়ের দশকের শুরু থেকে পার্টি প্রবল প্রতাপে মহিমান্বিত হওয়া চারিয়ে দিল নদীজলের অন্দরে কন্দরে, আর সে হাওয়াতে গা ভাসাল মধ্য কৃষক ও প্রাক্তন জোতদার, যাদের উত্তরপুরুষদের অনেকেই ততদিনে স্কুল মাস্টারি, গ্রামীণ ব্যবসা আর শহরে চাকরির হাত ধরে নয়া গ্রামের মধ্যবিত্ত, এমনকি নব্য ধনী হয়েও আত্মপ্রকাশ করেছিল আর হয়ে উঠেছিল পার্টির সমর্থনের ভিত। ক্ষেতমজুর,ভূমিহীন চাষী আর ছোট বর্গাদার তখনও ছিল, নেতৃত্ব থেকে তাদের তখনও হটায়নি নব্য ধনী সম্প্রদায়, কিন্তু তারই মধ্যে, একটু সরুন দেখি দাদা, বলে গা ঘেঁষাঘেঁষি করে বসতে শুরু করেছে সেই ওরা, যাদের পূর্বপুরুষ শুধু রাজনীতিগতভাবেই নয়, এমনকি শ্রেণি পরিচয়েও ছিল একসময়কার কংগ্রেসি, আর সেটুকুকে চামড়ার নিচে সযত্নে রক্ষিত রেখে দিনে দিনে যারা উঠে এসেছিল ভদ্রলোকীয় চিন্তার হাত ধরে পার্টির উপর মহল পর্যন্ত। সামন্ত ব্যতিক্রম ছিল না। হাওয়া বুঝত সে, তাই সে বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছিল পার্টির। নকুলের পক্ষে এই কথাগুলো পার্টি সদস্য নয় এমন কাউকে বলা সম্ভব ছিল না।'
 
বর্তমানে নকুল কিন্তু ময়দানে থেকে পালায়নি—
'নকুল কাঁটাল বেঁচে আছে অবশ্য, তাকে তো বাঁচতেই হবে আগামী বহুবছর আর উপেক্ষা আর অপেক্ষার স্রোতের ভেতর ভেসে যেতে হবে, বলাই বাহুল্য।'

আর হ্যাঁ, ফর্মটা দূর্দান্ত। কয়েকটা চরিত্র বিশ্লেষণ করে যে অপূর্ব একটা উপন্যাস লেখা যায়, তা প্রমাণ করেছেন শাক্যজিৎ।
.........................................................................
বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য 
শাক্যজিৎ ভট্টাচার্য 
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৪৮০ টাকা


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

অলৌকিক বাগান।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।