অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে ইনস্টাগ্রামে নিজেদের পেজে মতামত জানিয়েছেন upanyas_tupanyas। আমরা তাঁদের অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.............................................................
একটা গ্রাম, পাশে বয়ে চলেছে নদী। কেউ অসুস্থ, কারো মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তা, কারো নুন আনতে পান্তা ফুরোয়, কারো টাকার অভাবে পড়ালেখা বন্ধ হতে চায়, সমাজের জন্য কিছু করতে গেলে বাঁধা আসে অতর্কিতে— কতো কতো সমস্যা! কিন্তু তাদের জীবনে প্রেম আছে, সহমর্মিতা আছে, হাতের ওপর হাতের স্পর্শ আছে; আছে জীবনকে বুঝবার চেষ্টা ও প্রেরণা।
এই গল্প শোভন, তনয়, তরণী, তপেশ, মনোজ, টুকু, কাজু, শিবু—একদল ছেলে-মেয়ের। এ গল্প সদ্য কৈশোরে ওঠা ছেলেমেয়ের প্রেম নিবেদনের। এ গল্প সতীশচন্দ্র, শচীপ্রসাদ, ফণিভূষণের মতো সাংসারিক গন্ডিতে বন্দি জীবনের। অবনদা, কৃষ্ণাদির মতো মানুষের— যারা স্বপ্ন দেখে সমাজ পরিবর্তনের। গল্পে সমাধান নেই, তার সাথে মেনে চলা আছে: পরিণতি নেই, বয়ে চলা আছে। আর আছে এক অদ্ভুত প্রশান্তি। পড়তে পড়তে মনে হয়, এখানে যেতে পারলে মন্দ হতো না। "অনন্যবর্তী' খুব সাধারণভাবে বলা সাধারণ মানুষের গল্প হয়েও কেন অনন্য তা নির্দিষ্টভাবে বলা মুশকিল। এ গল্প এক হারিয়ে যাওয়া সময়ের আখ্যান।
..............................................................
অনন্যবর্তী
দুর্লভ সূত্রধর
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
Comments
Post a Comment