বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য।। শাক্যজিৎ ভট্টাচার্য।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'বীরেশ্বর সামন্তর হত্যারহস্য' নিয়ে মতামত জানিয়েছেন সায়ন সরকার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...........................................................
এই বইয়ের মাধ্যমে শাক্যজিৎ নিজের সাহিত্যকর্মকে মহাভারতীয় উচ্চতায় নিয়ে গেছেন..... পশ্চিমবঙ্গের সামন্ততান্ত্রিক ব্যবস্থা এবং তার বিরুদ্ধে বা প্রতিপক্ষে নিপীড়িত ভাতুয়া/ ক্ষেতমজুর দের এক অনবদ্য জ্বলন্ত দলিল হতে পারে এই বই।
এটাই কি "একানড়ে" বা "শেষ মৃত পাখী" কে অতিক্রম করে হয়ে উঠতে পারে শাক্যজিৎ এর শ্রেষ্ঠ সাহিত্যিক কীর্তি?? বলতে পারবো না, কারণ পড়া এখনো চলছে।
পড়া চলছে আর মাথায় ঘুরছে মহাভারত, মাথায় ঘুরছে শেক্সপিয়ার আবার মাথায় ঘুরছে গ্যাংস অফ ওয়াসিপুর। মনে পড়ছে "শেকল ছেঁড়া হাতের খোঁজে" বা "মহাকালের রথের ঘোড়া"।
রেমাল কিরকম অভিঘাত ফেলবে জানি না, আপাতত সামন্ত আর বাগালদের ঝড়ে ডুবে আছি।
_______________________
বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য
শাক্যজিৎ ভট্টাচার্য
মুদ্রিত মূল্য : ৪৮০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment