ধ্রুবচন্দ্রিমা।। সূর্যনাথ ভট্টাচার্য।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত সূর্যনাথ ভট্টাচার্যের উপন্যাস 'ধ্রুবচন্দ্রিমা' পড়ে মতামত জানিয়েছেন অনিরুদ্ধ রায়। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...........................................................................................................
গতকাল পড়লাম শ্রী সূর্যনাথ ভট্টাচার্য বাবুর লেখা ঐতিহাসিক উপন্যাস " ধ্রুবচন্দ্রিমা"
প্রকাশনী ~ সুপ্রকাশ প্রকাশনা
মূল্য ~ ৩৯০/-
এই বইয়ের পূর্বে ফ্রেবুয়ারী মাসে সূর্যনাথ বাবুর অপর দুই ঐতিহাসিক উপন্যাস মগ্নপাষাণ ও মরুনির্ঝর পড়েছি । সম্রাট অশোক কেন্দ্রিক উপন্যাস মগ্নপাষাণ এবং একটি রাগ সৃষ্টিকে কেন্দ্র করে উপন্যাস মরুনির্ঝর।
সত্যি বলতে এই তিনটি উপন্যাস আমার মনে গেঁথে থাকবে, মূলতঃ এর ভাষা ব্যবহার, সুনিপুণ শব্দচয়ন এবং উপন্যাসের সুচিন্তিত কাঠামোর জন্য।প্রতিটা উপন্যাসের ভাষা, বিশুদ্ধ বাঙলা আমাকে মোহিত করেছে।
বর্তমান আলোচ্য উপন্যাস টি দিগ্বিজয়ী সম্রাট সমুদ্রগুপ্তের প্রয়াণের পরবর্তী প্রেক্ষাপট কে কেন্দ্র করে। যখন সিংহাসনে আসীন সমুদ্রগুপ্তের অযোগ্য জ্যেষ্ঠসন্তান রামগুপ্ত । কিন্তু এই লেখাতে নায়ক নন রামগুপ্ত বা ভ্রাতা চন্দ্রগুপ্ত। এখানে তাঁরা পার্শ্বচরিত্রে, মূল চরিত্রে আছে অজ্ঞাতকুলশীল এক চিকিৎসক অকম্পন ।
এই অকম্পনের সাহায্যেই একদিন চন্দ্রগুপ্ত হবেন গুপ্ত সাম্রাজ্যের একাধিপতি , রাণী ধ্রুবচন্দ্রিমা কে পাবেন নিজের মত করে ।
কিন্তু এই পাওয়ার মধ্যে লুকিয়ে থাকবে অজস্র বাধা, বিপত্তি, তীব্র রাজনৈতিক কূটকৌশল। অকম্পনের জীবনের খাতে বয়ে যাবে অনেক না জানা ঘটনার স্রোত, সময় যেন অতীত বর্তমানে কানামাছি খেলবে ।
কী সেই অভ্যন্তরীণ ঘটনা তা জানতে পড়তে হবে অবশ্যই " ধ্রুবচন্দ্রিমা" যেখানে সকল কাঁটা ধন্য করে প্রেমের গলায় ওঠে জয়মাল্য, চিরকালীন ভালোবাসা শেষবেলায় এসে সবকিছু এক করে দেয় , মিলিয়ে দেয় সব । জয় হয় প্রকৃত শাসকের, জয়ী হয় ভালোবাসা।
পরিশেষে বলতে ইচ্ছে করে সূর্যনাথ বাবু আপনি আরো ঐতিহাসিক উপন্যাস আমাদের উপহার দিন , এই তিনটে লেখা ক্ষুধা বৃদ্ধি করে দিয়েছে, পরবর্তী আরো লেখা চাই আমরা পাঠককুল।
© অনিরুদ্ধ রায়
Comments
Post a Comment