সেকালের সমাজচিত্র।। দীনেন্দ্রকুমার রায়।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শতঞ্জীব রাহা সম্পাদিত দীনেন্দ্রকুমার রায়ের "সেকালের সমাজচিত্র' পড়ে মতামত জানিয়েছেন অর্ক আচার্য্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.............................................................
পাঠপ্রতিক্রিয়া :
দীনেন্দ্রকুমার রায়ের লেখা "সেকালের সমাজচিত্র" পড়া সমাপ্ত হলো। সত্যি বলতে আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বের গ্রামবাংলার এক ঘরানার মধ্যে এখনও আবদ্ধ হয়ে আছি। এক একটি কাহিনী যেন এক একটি চিত্রকল্প। ছবির মতো চোখের সামনে ফুটে উঠেছে। সেকালের মেলার অনুপুঙ্খ মনোরম বর্ণনাই হোক বা পণপ্রথা সম্পর্কিত শ্লেষাত্মক বিবরণই হোক কিংবা শিক্ষক-ছাত্রের চিরন্তন সম্পর্কের উপস্থাপনা সবেতেই লেখক তাঁর লেখনীশৈলীর মাধ্যমে মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি বলরামের দোলের এক হৃদয়স্পর্শী বিবরণ, গ্রাম্য দলাদলির মুখরোচক মজাদার বর্ণনা, নব বৈশাখের এক দিনের মাধ্যমে গ্রামবাংলার প্রকৃতির চিরন্তন রূপ ও শ্রীপঞ্চমির পল্লীর মাধ্যমে গ্রামবাংলার হাটবাজারের খুঁটিনাটি বিস্তারিত বিবরণ পাঠককে মুগ্ধ করে তোলে। পরিশেষে এটাই বলার সুপ্রকাশের দ্বারা এই গ্রন্থের প্রকাশনা একটি অকর্তিত হীরকখন্ডকে আবিষ্কার ও প্রকাশ্যে আনার স্বার্থক প্রয়াস বলেই মনে করি। পুনশ্চঃ প্রচুর নতুন সুমধুর শব্দ শিখলাম যা ভবিষ্যতে নিশ্চিতভাবে কাজে লাগবে তার জন্য সুপ্রকাশ কে ধন্যবাদ জানাই।
বই : সেকালের সমাজচিত্র
দীনেন্দ্রকুমার রায়
সম্পাদনা : শতঞ্জীব রাহা
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ২০০ টাকা
Comments
Post a Comment