সিদ্ধিগঞ্জের মোকাম।। মিহির সেনগুপ্ত।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত মিহির সেনগুপ্তের স্মৃতিগদ্য 'সিদ্ধিগঞ্জের মোকাম' পড়ে নিজেদের পেজে মতামত জানিয়েছেন Journal of a Bookworm. আমরা তাঁদের অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। .................................................................................................................................... #পাঠ_প্রতিক্রিয়া- ৩৯/২০২৪ সিদ্ধিগঞ্জের মোকাম লেখক - মিহির সেনগুপ্ত প্রকাশক - সুপ্রকাশ প্রকাশনী মূল্য - ৫০০ টাকা।। বছরের ৩৯ নম্বর বই সিদ্ধিগঞ্জের মোকাম, বইটি মূলত উজান থেকে ভাটির দিকে ছুটে আসা এক মানুষের স্মৃতিচারণ। লেখক তপন রায় চৌধুরীর 'অচেনা পিতৃভূমি, অজানা আত্মজন' নামক প্রবন্ধটি এই বইকে কেন্দ্র করে, সে বইতে তিনি বলছেন '...রচনাটি উপন্যাস নয়, লেখকের জন্মভূমি এবং পাশেই শ্বশুরালয়ের গ্রাম কীর্তিপাশায় অবকাশ যাপনের কাহিনী। আর সেই প্রসঙ্গে ওখানকার মানুষের স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জীবনযাত্রার ছবি।' মিহির সেনগুপ্ত একসময় দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন ভারতে। বরিশালের কীর্তিপাশা গ্রামে তার শ্বশুরালয় আবার সেই গ্রামের পাশের গ্রামে তার পৈত্রিক বাড়ি। এই কাহিনি...