স্বর্ণকুমারীর মৃত্যু ও জীবন।। জয়া মিত্র।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত জয়া মিত্রের উপন্যাস 'স্বর্ণকুমারীর মৃত্যু ও জীবন' পড়ে লিখেছেন শর্মিষ্ঠা দাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................. "১৯৯৪ সালের মার্চ মাসে টেলিগ্রাফ কাগজে ব্যাঙ্গালোর থেকে সাংবাদিক জানকী নায়ারের করা একটা ছোট রিপোর্ট ছিল । উত্তর কর্ণাটকের দলিত জাতির একটি মেয়ে কিছুতেই দেবদাসী জীবন মেনে নিতে চায়নি, গনধর্ষণে খুন হয় সে । খবরে তার নাম উল্লিখিত ছিল স্বর্ণাভা বলে । একুশ বছর বয়স ছিল মেয়েটির " —মুখবন্ধের একদম প্রথমে এই খবরটি দিয়ে বই শুরু করছেন লেখিকা । সালটা ১৯৯৪ —যে বছর ঐশ্বর্য্য রাই বিশ্বসুন্দরী হলেন , যখন মুক্ত অর্থনীতি আর বিশ্বায়নের পথে হাঁটতে শুরু করেছে দেশ । সেই সময় এই দেশেরই একটা অঞ্চলে সব খবরের বাইরে নিদারুণ অবস্থায় দিনযাপন করে অন্ততঃ বারো হাজার দলিত মেয়ে । লেখিকা বরাবরের চরম সাহসিনী । অ্যাক্টিভিস্ট হিসেবেই তাঁর জীবন শুরু—সুতরাং তিনি যেভাবে ফিল্ড ওয়ার্ক করে বইটি লিখেছেন—একটা দলিল হয়ে রইল । যদিও কাল্পনিক সংলাপ ও ফিকশন স্টোরি ফর্মেই লেখা , কিন্তু বলিষ্ঠ বর্ণনা প্রম...