বাঙালির পথঘাটের খাওয়া-দাওয়া।। সম্পাদনা : অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।।
"রেডিওর ঘুম ভাঙানিয়া সিগনেচার টিউন এই জনপদের ঘুম ভাঙায় যখন, তখন নদীর ওপারের প্রাচীন শহর দাইহাটের ছিন্নমূল অ্যাসবেস্টস চালা থেকে বেরিয়ে পড়ে লালসাধু, কালোসাধু। গন্তব্য, আইসক্রিম ফ্যাক্টরি। কিছু সময়ের মধ্যে তারা খেয়া নৌকায়। পাড়ি দেয় এই গঞ্জের দিকে। ঈশ্বর পাটনি আইসক্রিম বাক্সের ডালায় বর চায়— 'আমার সন্তান যেন থাকে দুধে- ভাতে।'
সর্বাঙ্গে গঞ্জের গন্ধ মাখা এ জনপদ, মাটিয়ারি, জেলা নদীয়া। সকাল হলেই ঘরে ঘরে পিতল শিল্পের ঠুংঠাং অহংকারী শব্দে ধ্রুপদী চোখ মেলে তাকায় আশেপাশে। পড়শির ঈর্ষা। ব্যাঙ্ক পোস্ট অফিস-ইস্কুল-লাইব্রেরি। স্টেথোস্কোপ-মার্গো সাবান-জামা-জুতো-সিমুই। উৎসবে- শ্মশানে, রামসীতা-রাধাকৃষ্ণে, গঙ্গার শুদ্ধ জলে- আশপাশের বিস্তর জনপদ মাটিয়ারিমুখী।
...........................
এ-জনপদ এক সময় ঘাটের ধারে সারি বেঁধে অবাক বিস্ময়ে দেখেছিল হিলারির জেটবোটে গঙ্গা সফর। দাঁইহাট, কাটোয়া পাড়ি দেওয়া দাঁড়-বৈঠা-পালের গল্পের আসর, ছিপছিপে পানসিগুলির চপলতা। হাইস্কুলের দু-চারজন মাস্টারমশাই এর হাত ধরে ভুটভুট করতে করতে মোটরবোট হল যখন, গাঁয়ের লোক স্মৃতি হাতড়ে নাম দিল তার — হিলারি। 'হিলারি’ - এসে যাতায়াতে তুলল আলোড়ন। শহর আরও কাছে এল। জনজীবন আরো গতিময় হল। কলেজ আর দূরে রইল না এ-জনপদের সদ্য তরুণ-তরুণীর কাছে। 'হিলারি'-তে উঠল ফেরিওয়ালাও। ডালমুট, চিড়েভাজা, বাদাম, ঝুরিভাজার প্যাকেটগুলো ঘাটে নোঙর করা “হিলারি-তে উঠে পড়ল এক সদ্য তরুণের অন্তরঙ্গ স্বরে—ও দিদি, লাও কেনে, একটা বাদাম দিই। ও মাসি, রাগ কোরো না, দুটো ঝুরি-ভাজা লিয়ে যাও, সুনু মুনুরা খাবে। ওরে ও শান্ত মেয়ে, কাঁদিস না, এই নে মিষ্টি মিষ্টি বুড়ির চুল....
যাতায়াত সহজ হয়ে যাওয়ায় বাঙালির বারো মাসে তেরো পার্বণের জমায়েতেও সে হাজির। হাজির হয় আরও একজন, ঘুঙুর বাজানো ঝালমুড়ি— 'ঝ্যালঝেলিয়া'। পায়ে ঘুঙুর, রাত্রি বা দিন, চোখে কালো সানগ্লাস, ঝালমুড়ির কৌটো বাজে, ভোকাল কর্ড ওঠা নামা করে অ্যাই ঝ্যালঝেলিয়া, ঝ্যালঝেলিয়া! তারই মাঝে রজনীকান্ত স্টাইলে সানগ্লাস খুলে ক্যারিকেচার। ঝালমুড়ির সাথে ফ্রি। ছেলেমেয়েরা হাসতে হাসতে ঝালমুড়ি খায়। যাপন সংগ্রামের আর এক নাম—ঝ্যালঝেলিয়া।"
মন কেমনের হাঁক-ডাকেরা
বরুণদেব
বাঙালির পথঘাটের খাওয়া-দাওয়া
সম্পাদনাঃ অর্দ্ধেন্দুশেখর গোস্বামী
প্রচ্ছদঃ শোভন সরকার
অলংকরণঃ অদ্বয় দত্ত, মেখলা ভট্টাচার্য
মুদ্রিত মূল্য : ৫৯০ টাকা
#সুপ্রকাশ
Comments
Post a Comment