কীর্তনীয়া।। সমরেন্দ্র মণ্ডল।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত সমরেন্দ্র মণ্ডলের উপন্যাস ' কীর্তনীয়া ' পড়ে লিখেছেন শ্রীতমা ভট্টাচার্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
............................
বইয়ের নাম- কীর্তনীয়া
লেখক- সমরেন্দ্র মণ্ডল
প্রকাশক- সুপ্রকাশ
পৃষ্ঠা- ১৬০ 

♦️রাফায়েল নদীয়ার এক বাঙালি খ্রিস্টান পরিবারের ছেলে। শৈশব থেকে সে তার বাবাকে খ্রিস্টকীর্তন গাইতে দেখেছে যার ফলে কীর্তনের প্রতি তার ভীষণ আগ্রহ। বাবা নিরু বিশ্বাসই তার গানের গুরু। নিরু নাম করা কীর্তনীয়া হলেও যৌবনের গোড়ায় এসে রাফায়েলের মনে হয় যে তার যেন আরো অনেক শেখা বাকি আছে। তাই যখন সে জানতে পারে যে কীর্তন গান নবদ্বীপের বৈষ্ণবদের থেকে এসেছে, তখন একদিন সে বাড়ি থেকে পালিয়ে যায় নবদ্বীপের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্যের বশে সে এসে পৌঁছয় একটি গ্রামে, সুরেন গোঁসাইয়ের বাড়িতে। সেখানে থাকতে থাকতে একদিন তার তুলসি দাসীর সঙ্গে দেখা হয় যার কাছে সে কীর্তনের আরো অনেক কিছু শেখার সুযোগ পায়, কিন্তু তার জন্য অনেক মূল্যও তাকে দিতে হয়। এই উপন্যাসে লেখক রাফায়েলের জীবন সংগ্রামের গল্প বলেছেন এবং খ্রিস্টকীর্তনের সঙ্গে বৈষ্ণবকীর্তনকে অপরূপভাবে মিলিয়ে দিয়েছেন। 

💥খ্রিস্টকীর্তন বলে যে আদৌ কিছু হয় সেটা এই বই পড়েই জেনেছি। লেখক খ্রিস্টকীর্তন এবং বৈষ্ণবকীর্তন উভয়ের ব্যাপারেই যথেষ্ট জ্ঞান রাখেন বলেই এমন অসাধারণ বই লিখতে পেরেছেন। তাঁর লেখার ধরণ খুবই সাবলীল যার ফলে বইটি তথ্য-সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কখনো বিরক্তি উদ্রেক করেনি। নদীয়ায় খ্রিস্টান ধর্মের আবির্ভাব এবং প্রচারের ব্যাপারেও অনেক কিছু জানতে পেরেছি। খ্রিস্টকীর্তন এবং বৈষ্ণবকীর্তনের মিল এবং অমিল দুটোই খুব সুন্দর করে ফুটে উঠেছে। 

" এই ধর্মান্তরিত খ্রিস্টানরাই গাইতে শুরু করলো বৈষ্ণবীয় কীর্তন, ঢপ কীর্তন, পালাগান এমনকী পদাবলি পর্যন্ত। এরা রাধাকৃষ্ণের জায়গায় যিশু-মেরির কথা বলেছে। যেমন ধরো, বৈষ্ণব কীর্তনে আছে- 

শশীমাতার কোলে আমার নদের নিমাই দোলে 

যারা এ গান গাইতো, তারা খ্রিস্টধর্ম নেওয়ার পর গাইতে লাগলো- 

মাতা মেরির কোলে আমার শিশু যিশু দোলে" 

💥এই বই বিশেষত রাফায়েলের গল্প বলে, সে কিভাবে তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তার বাবার কীর্তনের দল ভেঙে যায় এবং তিন বছর বাড়ির সাথে যোগাযোগ না থাকার ফলে নিজের মায়ের মৃত্যুর সময়ও উপস্থিত থাকতে পারে না। কিন্তু বাড়ি ফিরে এসে সে আবার কীর্তনের দল গড়ে তোলে এবং বড় কীর্তনীয়া হয়ে ওঠে। 

💥আমার এই বইটি পড়ে বেশ অন্যরকম লেগেছে এবং আশা করি অন্য পাঠকদেরও বইটি ভাল লাগবে। বইয়ের প্রচ্ছদ মন কেড়ে নেয়। ছাপা এবং বাঁধাই বেশ ভাল। কিন্তু বেশ কিছু মুদ্রণের ত্রুটি আছে যার জন্য পড়ার সময় অসুবিধা হয়। আশা করি প্রকাশক পরবর্তী সংস্করণে সেগুলি সংশোধন করে নেবেন।

Comments

Popular posts from this blog

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

রাস্তার শুরু।। জয়া মিত্র।। সুপ্রকাশ।।