অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।।

অভিমানভূম 

চা য়ে পে চ র্চা

কোথাও দেখার বা পড়ার আগে পুরুলিয়া জেলার এই ইতিহাস আমি জানতে পেরেছিলাম শেখরদার চায়ের দোকানে বসে। আমার থাকার বাড়িটা থেকে স্টুডিও অবধি রাস্তায় চায়ের দোকান মোটামুটি দুটো। যে বাড়িতে থাকি, তার উল্টোদিকেই ভগবানদার দোকান, আর, কলেজের ঠিক পাশে শেখরদার দোকান। মোটামুটি বাইরে ঘোরাঘুরি না থাকলে, সকালে দশটা থেকে দিনের বাকি সময়টা কাজের ওখানেই। তাই বেশ খানিকটা সময় কেটে যায় শেখরদার দোকানে।
শেখরদা বা তপনদার সঙ্গে মাঝেমাঝেই জমে ওঠে একদম খাঁটি চায়ের দোকানের আড্ডা। বিশেষ করে সন্ধের পর কার্বনের দাড়ি-গোঁফে সাজানো হলুদ বাতিটা জ্বলে উঠলে, আড্ডায় রং লেগে যায় আরও। মাঝে মাঝেই স্থানীয় কেউ কেউও অংশীদারী হয়ে উঠলে এইসব উত্তেজনার, চুপচাপ বসে শুধু শুনে যাই যাবতীয় মতবাদ। তার কিছু কিছু কিম্ভূতকিমাকারও বটে! সাইকেল নিয়ে দূরের গ্রাম থেকে চলে আসেন সুজিতদাও। সাদা-চুল দাড়ির সুজিত হাঁসদা এখানকার আদিবাসী সাঁওতালদের মধ্যে মোটামুটি নেতা গোছের একজন। আড্ডার বিষয় বহুবিধ। দেশ বা রাজ্যের সরকার কিংবা সমকালীন রাজনীতি। গ্রামীণ রাজনীতির অন্দরমহলটা নিয়ে এখানকার মানুষেরা কী ভাবেন, সেটাও বোঝার চেষ্টা চালাই একটু আধটু।

অভিমানভূম
শুভদীপ চক্রবর্ত্তী

প্রচ্ছদ : সন্দীপ রায়
অলংকরণ : সুলিপ্ত মণ্ডল
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।