শেষ মৃত পাখি।। শাক্যজিৎ ভট্টাচার্য।।

গুডরিডস এবং নিজের বুকস্টাগ্রামে সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের রহস্য উপন্যাস 'শেষ মৃত পাখি' পড়ে পাঠ প্রতিক্রিয়া লিখেছেন সালমান জিশান। এখানে রইলো সেই পাঠ প্রতিক্রিয়াটি। ................................................. "ওল্ড সিনস হ্যাভ লং শ্যাডোজ। পাপ পুরোনো হলে তার ছায়া দীর্ঘ হয়।" অমিমাংসিত কেস' বিষয়টা খুবই নিষ্ঠুর। শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশ একটা রহস্যের কিনারা কোনোভাবেই করতে পারছেন না। দিনের পর দিন মীমাংসা না হওয়া কেসটা জমা হচ্ছে কানাইচরণের পুলিশ স্টেশনে, মিসির আলীর অমিমাংসিত ডাইরিতে। বাঘা বাঘা গোয়েন্দারা পারছেন না সমাধান করতে। রহস্যের পোকা হিসেবে, চিন্তার খোড়াক হিসেবে ভেবে দেখলে হয়তো এভাবে ব্যাপারটার সর্বোচ্চ রস আস্বাদন করা যায়। কিন্তু ভুক্তভোগীর পক্ষে ও সাক্ষাৎ মৃত্যুযন্ত্রণা। যেমন এখানে গল্পটা এরকম যে, চুয়াল্লিশ বছর আগেকার প্রতিশ্রুতিবান তরুণ কবির হত্যাকাণ্ড নিয়ে কোনো সুরাহা হয়নি। শিল্পকর্মের চাইতে সুন্দর দার্জিলিং এ তারচেয়ে বড় শিল্পকর্ম সৃষ্টি করে হাওয়া হয়ে গেছে খুনী। সকল দিকে আঙুল উঠেছে, মৃতের সবচেয়ে কাছের বন্ধু, লেখক অরুণ চৌ...