মগ্নপাষাণ।। সূর্যনাথ ভট্টাচার্য।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত সূর্যনাথ ভট্টাচার্যের উপন্যাস 'মগ্নপাষাণ' পড়ে লিখেছেন সৌভিক সামন্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। .............................................................................................................. #বুকরিভিউ বইয়ের নাম - মগ্নপাষাণ লেখক - সূর্যনাথ ভট্টাচার্য প্রকাশক - সুপ্রকাশ মুদ্রিত মূল্য - ৩৯০ টাকা ( বইটি কলেজ স্ট্রিটে সুপ্রকাশের নিজস্ব বিপণী থেকে কিনেছিলাম, ২৫ পার্সেন্ট ছাড়ে) সম্প্রতি পড়ে শেষ করলাম, লেখক সূর্যনাথ ভট্টাচার্যের ইতিহাস আশ্রিত কাহিনী মগ্নপাষাণ । একশব্দে অসাধারণ। মগ্নপাষাণে মগ্ন ছিলাম এই তিনদিন। খ্রিস্ট জন্মের ২৭০ বছর আগে মগধের সিংহাসন অলংকৃত করেছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। পিতা বিন্দুসারের অগ্রমহিষীর পুত্র সুসীমকে অতিক্রম করে কিভাবে অশোক মগধ সম্রাট হয়েছিলেন, সেই ঘটনা আজ বিস্মৃতির অতলে। পাঠ্য পুস্তক গুলোতেও এর বিস্তৃত বর্ণনা সেরকম পাওয়া যায় না। বিন্দুসারের মৃত্যু এবং সম্রাট অশোকের মগধ এর সিংহাসনে অভিষেকের মাঝে চার বছর ব্যবধান ছিল। কি কি ঘটেছিলো এই সময়ে? কিভাবে কুমার সুসীম শিকার হয়েছিলেন...