নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।।
বাজারের সবচেয়ে জমজমাট এলাকা। গোল করে ঘিরে রয়েছে সাদা চামড়ার মানুষ। মাঝের উঁচু পাটাতনে একে একে তোলা হচ্ছে বন্দি দাসেদের। কালো লোহার শেকল ছাড়া কারোর গায়ে একটা সুতো নেই। পাশাপাশি সার বেঁধে দাঁড়িয়ে থাকা মেয়েরা তাদের দু'হাতে অসহায় যৌবনকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। একটু পাশে বেত হাতে দাঁড়িয়ে আছে যে, তার গায়ের রং-ও কালো, অথচ কী চমৎকার নির্বিকারে সে আঘাত করছে স্পর্ধিত হাতে! সঙ্গে অকাতরে বিলিয়ে চলছে অশ্রাব্য ভাষা। ক্রেতা যারা, সবটা দেখেশুনে তবেই না উপযুক্ত দর দেবে। ঘিরে থাকা মুখগুলো যেন মানুষের নয়, বুনো কুকুরের। রক্তের নোনতা স্বাদ পাওয়া কোনো নরখাদক। দৃশ্যগুলো কল্পনা করে মাগাতার চোখদুটো জ্বলে উঠল। হা ঈশ্বর! আফ্রেয়া, কোনো এক সুখের মুহূর্তে যার জন্ম, যার কাছে নিজের সমস্ত জীবন সমর্পণ করেছিল মাগাভা, রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, তার এমন দুর্দশা! কত গ্লানিই না সহ্য করতে হয়েছে মেয়েটাকে। আরও কত করতে হবে। এর চেয়ে মৃত্যু শ্রেয়। একদিন ভোলটা নদীর পাশে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল দু'জনায়, এখন তাদের ভবিষ্যত সমুদ্রের মতো অনিশ্চিত। শেষের কয়েকদিন ধরে ভুডু আগবে-এর কাছে অহোরাত্র প্রার্থনা করছে মাগাভা—ওঠো হ...