Posts

Showing posts from October, 2024

নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।।

Image
বাজারের সবচেয়ে জমজমাট এলাকা। গোল করে ঘিরে রয়েছে সাদা চামড়ার মানুষ। মাঝের উঁচু পাটাতনে একে একে তোলা হচ্ছে বন্দি দাসেদের। কালো লোহার শেকল ছাড়া কারোর গায়ে একটা সুতো নেই। পাশাপাশি সার বেঁধে দাঁড়িয়ে থাকা মেয়েরা তাদের দু'হাতে অসহায় যৌবনকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। একটু পাশে বেত হাতে দাঁড়িয়ে আছে যে, তার গায়ের রং-ও কালো, অথচ কী চমৎকার নির্বিকারে সে আঘাত করছে স্পর্ধিত হাতে! সঙ্গে অকাতরে বিলিয়ে চলছে অশ্রাব্য ভাষা। ক্রেতা যারা, সবটা দেখেশুনে তবেই না উপযুক্ত দর দেবে। ঘিরে থাকা মুখগুলো যেন মানুষের নয়, বুনো কুকুরের। রক্তের নোনতা স্বাদ পাওয়া কোনো নরখাদক। দৃশ্যগুলো কল্পনা করে মাগাতার চোখদুটো জ্বলে উঠল। হা ঈশ্বর! আফ্রেয়া, কোনো এক সুখের মুহূর্তে যার জন্ম, যার কাছে নিজের সমস্ত জীবন সমর্পণ করেছিল মাগাভা, রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, তার এমন দুর্দশা! কত গ্লানিই না সহ্য করতে হয়েছে মেয়েটাকে। আরও কত করতে হবে। এর চেয়ে মৃত্যু শ্রেয়। একদিন ভোলটা নদীর পাশে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল দু'জনায়, এখন তাদের ভবিষ্যত সমুদ্রের মতো অনিশ্চিত। শেষের কয়েকদিন ধরে ভুডু আগবে-এর কাছে অহোরাত্র প্রার্থনা করছে মাগাভা—ওঠো হ...

মগ্নপাষাণ।। সূর্যনাথ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত সূর্যনাথ ভট্টাচার্যর উপন্যাস 'মগ্নপাষাণ' পড়ে মতামত জানিয়েছেন Journal of a Bookworm। আমরা তাঁদের অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ____________________________________________ #পাঠপ্রতিক্রিয়া মগ্নপাষাণ লেখক - সূর্যনাথ ভট্টাচার্য প্রকাশক - সুপ্রকাশ  মুদ্রিত মূল্য - ৩৯০ টাকা বছরের ৩৩ নম্বর উপন্যাস ইতিহাস আশ্রিত উপন্যাস মগ্নপাষাণ।। সুলেখক সূর্যনাথ ভট্টাচার্য এর লেখা এর আগে আরেকটি ইতিহাস আশ্রিত উপন্যাস পড়েছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম, আর তখনই ঠিক করি এনার লেখা সবকটি উপন্যাসই পড়তে হবে।। সুপ্রকাশ প্রকাশনীর ৩০% এর ছাড়বেলায় সংগ্রহ করি মগ্নপাষাণ ও ধ্রুবচন্দ্রিমা। এই উপন্যাসের কাহিনী'র কেন্দ্রবিন্দু সম্রাট অশোক।। কাহিনীর কোথাও যদিও তাঁকে এই নামে অভিহিত করা হয়নি। চণ্ড এবং প্রিয়দর্শী হিসাবেই সম্রাটের সাথে পাঠক পরিচিত হয়েছে।। ♦️ পটভূমি -  খ্রিস্ট জন্মের ২৭০ বছর আগে মগধের সিংহাসন অলংকৃত করেছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। পিতা বিন্দুসারের অগ্রমহিষীর পুত্র সুসীমকে অতিক্রম করে কিভাবে অশোক মগধ সম্রাট হয়েছিলেন, সেই ঘটনা আজ বিস্মৃতির অতলে। পাঠ্য পুস্ত...

শারদ নির্মুখোশ ১৪৩১।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
শারদ নির্মুখোশ ১৪৩১ পড়ে আলোচনা করেছেন শুভ রায়চৌধুরী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ................................................. শারদ নির্মুখোশ ১৪৩১ পড়া শুরু করেছি। প্রথম ছ'টি ছোটগল্পের পাঁচটি এবং দুটি উপন্যাস পড়লাম। ভেবেছিলাম সব গল্পগুলো আর উপন্যাসিকার অন্তত একটা পড়ে নিয়ে প্রতিক্রিয়া জানাব। কিন্তু সে আর হল না।  কারণ, শুভজিৎ ভাদুড়ী'র উপন্যাস 'লেলানু'।  কোনও লেখক বা লেখাকে মহৎ/ভালো বা জঘন্য/মন্দ বলার অধিকার আমাকে কেউ দেয়নি। আর সেটা বলাও যায় না। কিন্তু এই উপন্যাসটির পাঠ-অভিজ্ঞতা ভাগ করে না নিলে, নিজের ভেতরে অস্থিরতা তৈরি হবে। তাই, দু'-চার কথা লিখলাম। উপন্যাসটি অনেকটা পিকারেস্ক ধারার (আপনি অস্বীকার করতে পারেন)। প্রথমেই এই কথাটা বললাম, কারণ লেখক একটা সময়ের কথা তুলে আনতে একটি নির্দিষ্ট চরিত্রকে নায়ক করে তুলেছেন, এবং তার চারপাশের পঙ্কিল সমাজ-রাজনীতিকে জুড়েছেন। কোন সময়ের কথা লেখক এনেছেন? মোটামুটি গত দুই দশকের সময়কাল, যেখানে বাম রাজনীতির অবসান ঘটে তৃণমূল দল শাসনে আসছে এবং ধীরে ধীরে তাদের ক্ষমতা ও দুর্নীতি জনমানসে প্রভাব ফেলছে। এর পাশাপাশি ...