Posts

Showing posts from August, 2024

বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য।। শাক্যজিৎ ভট্টাচার্য।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস ' বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য ' পড়ে লিখেছেন শুভ রায়চৌধুরী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  .................................... শাক্যজিৎ ভট্টাচার্য-এর 'শেষ মৃত পাখি' পড়ার পর দ্রুত 'একানড়ে' পড়ে ফেলেছিলাম। এছাড়া বিভিন্ন ওয়েবজিনে ওঁর বেশকিছু লেখালিখি পড়েছি। প্রথমেই জানিয়ে রাখি, এই সময়ের লেখকদের মধ্যে শাক্যজিৎ আমার অন্যতম পছন্দের নাম, কারণ তিনি নিরীক্ষামূলক গদ্য লিখতে পছন্দ করেন। তাই প্রতিক্রিয়া লিখতে বসে কতটা নিরপেক্ষ থাকতে পারলাম সেটা নিয়ে সন্দেহ রয়েছে। চেষ্টা করেছি ভালো বা মন্দের মধ্যে না ঢুকতে। সমাজমাধ্যমে বইটির টুকরো-টুকরো সামারি পড়ে আমার প্রথমেই একটা ধারণা হয়েছিল যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস-এর 'ক্রনিকল অফ আ ডেথ ফোরটোল্ড'কে (১৯৮১) মনে করাবে। বইটি হাতে নিয়ে পড়া শুরু করার পর সে-ধারণা সত্যি হয়েছে, যদিও আঙ্গিকগত সামান্য মিল থাকলেও, উপন্যাস দুটির কম্‌প্যারাটিভ আলোচনা এই স্বল্প পরিসরে নিষ্প্রয়োজন। তবে, পাঠ চলাকালীন আমি বার বার গার্সিয়া মার্কেসের লেখার স্বাদ পেয়েছি। ব্যস, এইটুকু।...

নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে লিখেছেন সৌরজিৎ বসাক। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ................................... পাঠ প্রতিক্রিয়া -  🔺বইয়ের নাম : নষ্ট চাঁদের আলো  🔺লেখকের নাম : অলোক সান্যাল  🔺প্রকাশক : সুপ্রকাশ 🔺মুদ্রিত মূল্য : ৫৯০ টাকা এই বছরের গোড়ার দিকেই রবার্ট লুই স্টিভেনসনের "ট্রেজার আইল্যান্ড" পড়ার সময়ে মনে হয়েছিল যে বাংলা ভাষায় জলদস্যু বিষয়ক ম্যাচিওর প্যালেটের কোন কাজ হলে বেশ একটা ভালো ব্যাপার হবে। এরকম সময়ে গত পয়লা বৈশাখ নাগাদ সুপ্রকাশ প্রকাশনার পেজে আলোচ্য বইটির প্রথম টিজার দেখে যারপরনাই ভালো লেগেছিল। সদ্যপ্রকাশিত কোন বইয়ের ক্ষেত্রে এতটা আগ্রহ এর আগে জেগেছে বলে মনে পড়ছে না। চাহিদা মতোন বিষয়ের উপর লিখিত হওয়ার পাশাপাশি, সৌজন্য চক্রবর্তীর করা সুদৃশ্য প্রচ্ছদটিও বইটির সম্বন্ধে আগ্রহ বাড়ানোর জন্য অনেকাংশে দায়ী।  প্রথমেই বলে রাখা ভালো যে ৩৯৭ পাতার এই সুবিশাল উপন্যাসটিকে একটিমাত্র জ্যঁরে ক্লাসিফাই করা খুবই কঠিন। সামাজিক, ঐতিহাসিক, থ্রিলার, অ্যাডভেঞ্চার - এই চারটি জ্যঁরের উপাদানই এই বইয়ে সহাব...

কীর্তনীয়া।। সমরেন্দ্র মণ্ডল।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত সমরেন্দ্র মণ্ডলের উপন্যাস ' কীর্তনীয়া ' পড়ে লিখেছেন শ্রীতমা ভট্টাচার্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ............................ বইয়ের নাম- কীর্তনীয়া লেখক- সমরেন্দ্র মণ্ডল প্রকাশক- সুপ্রকাশ পৃষ্ঠা- ১৬০  ♦️রাফায়েল নদীয়ার এক বাঙালি খ্রিস্টান পরিবারের ছেলে। শৈশব থেকে সে তার বাবাকে খ্রিস্টকীর্তন গাইতে দেখেছে যার ফলে কীর্তনের প্রতি তার ভীষণ আগ্রহ। বাবা নিরু বিশ্বাসই তার গানের গুরু। নিরু নাম করা কীর্তনীয়া হলেও যৌবনের গোড়ায় এসে রাফায়েলের মনে হয় যে তার যেন আরো অনেক শেখা বাকি আছে। তাই যখন সে জানতে পারে যে কীর্তন গান নবদ্বীপের বৈষ্ণবদের থেকে এসেছে, তখন একদিন সে বাড়ি থেকে পালিয়ে যায় নবদ্বীপের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্যের বশে সে এসে পৌঁছয় একটি গ্রামে, সুরেন গোঁসাইয়ের বাড়িতে। সেখানে থাকতে থাকতে একদিন তার তুলসি দাসীর সঙ্গে দেখা হয় যার কাছে সে কীর্তনের আরো অনেক কিছু শেখার সুযোগ পায়, কিন্তু তার জন্য অনেক মূল্যও তাকে দিতে হয়। এই উপন্যাসে লেখক রাফায়েলের জীবন সংগ্রামের গল্প বলেছেন এবং খ্রিস্টকীর্তনের সঙ্গে বৈষ্ণবকীর্তনকে অপরূপভাবে মিলিয়ে দিয়েছেন।...