নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন রাজর্ষি মনফকির। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ......................................................... নৈশ অপেরা লেখক : শাক্যজিত ভট্টাচার্য প্রকাশক : সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৫৪০/- ☘️পাঠানুভব ও কিছু ব্যক্তিগত অনুভূতি☘️ "প্রতিশোধ লওয়া আমার,আমি প্রতিফল দিব। তাহাদের পা পিছলাইয়া পড়িবে; তাহাদের বিপদকাল আসন্ন এবং তাহাদের সর্বনাশ ছুটিয়া আসিতেছে।" —Deuteronomy 32:35 শাক্যজিত ভট্টাচার্য'র লেখা উপন্যাস আমি আগে পড়িনি। আমি ওনার " অনুষ্ঠান প্রচারে..." আর কিছু ওয়েব্জিনে লেখা নন ফিকশন পড়েছি। ৮-৯ দশকের বৌদ্ধিক জীবনচরিত নিয়ে সেই সব লেখা পড়ে আমার ভালো লেগেছিল। এক অবসন্ন, অন্ধকারচ্ছন্ন আচ্ছনতায় জারানো সেই লেখা ভুলে যাওয়া ভাবনার সুরতহাল করত। কিন্তু," শেষ মৃত পাখি" আর " ডেরেক" সংগ্রহ করার পরেও সেই উপন্যাস গুলি আমার পড়া হয়নি। কোন কারণ নেই, এমনিতেই পড়া হয়নি। কিন্তু যখন " নৈশ অপেরা" র ব্লার্ব পড়লাম,নিশ্চিত ছিলাম এই উপন্যাস টি আমাকে পড়তে ...