Posts

Showing posts from July, 2025

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন জয়দীপ মুখার্জি। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ....................................................... ।।পাঠ প্রতিক্রিয়া।। নৈশ অপেরা। সুপ্রকাশ। মূল্য - ৫৪০ টাকা। 'জীবনে বহুবার এমন হয়,অফিসার।সব রহস্যের উত্তর মেলেনা। আমি সেগুলোকে নিয়ে বাঁচতে শিখেছি।' রেবেকা কেস। অমীমাংসিত রহস্য। 'শেষ মৃত পাখির' পর আমাদের প্রিয় রহস্য কাহিনির লেখক Sakyajit Bhattacharya আবার তনয়া চরিত্রটিকে পাঠক সমাজে এনেছেন এক অমীমাংসিত রহস্য উন্মোচন করতে। বর্ষায় ভেজা দার্জিলিং এর পর এবারের পটভূমি— অক্টোবর মাসের ঝাড়খণ্ডের গঞ্জ। পাঠক আন্দাজ করতে পারে জায়গাটির প্রকৃত নাম— ম্যাকলাক্সিগঞ্জ। লোকে বলে, এখানে পাহাড়ী ভূতের দল বাসা বেঁধে আছে অনেকদিন হয়ে গেল। রাত হলে তাদের ফিসফিসানি, চাপা গলায় অট্টহাসি অথবা অকস্মাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠার আওয়াজ পাওয়া যায়। এই টাউন ক্রমশঃ ভেঙে পড়ছে। এখানে হেমন্ত আসে রিক্ত সন্ন্যাসীর আগমন বার্তার মতো। গাছেরা পাতা ঝরিয়ে কঙ্কাল অবয়ব আকাশের বুকে মেলে। আছে ডেগাড...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন সায়ন সরকার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ....................................................... Year 2025 Book 43 #2025bookreview নৈশ অপেরা  শাক্যজিৎ ভট্টাচার্য  সুপ্রকাশ মুদ্রিত মূল্য ₹৫৪০ ঘাটশিলা থেকে ১০ কিলোমিটার দূরে মুসাবনী বলে একটা ছোট্ট শহর আছে। মুসাবনী তে আমি বার দুয়েক গেছি কারণ আমার এক আত্মীয় সেখানে থাকেন। অদ্ভুত শহর এই মুসাবনী। ব্রিটিশ জমানায় খনিজ পদার্থ পাওয়া গেছিল বলে শহরটি অর্থনৈতিকভাবে এক দারুন উচ্চতায় পৌঁছেছিল, হিন্দুস্তান কপারসের অফিস থেকে শুরু করে তাদের কোয়ার্টার এবং প্রচুর বিত্তশালী লোকেদের বাস ছিল এই মুসাবনীতে। তারপর যা হয় অর্থাৎ খনিজ পদার্থ ফুরিয়ে এল, হিন্দুস্তান কপার এখান থেকে অফিস গুটিয়ে চলে গেল এবং আমি প্রথম যখন এই শহরে যাই, অর্থাৎ ওই ২০২০ নাগাদ তখন এই শহরটা একটা ভুতুড়ে শহর। গোটা শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা বাংলো, ফাঁকা সরকারি কোয়ার্টার, কিছু স্কুল (সরকারি এবং মিশনারি) যেগুলো কোন মতে ধুঁকতে ধুঁকতে চলছে এবং সবচেয়ে অদ্ভুত ব্য...