Posts

Showing posts from April, 2025

ছায়াবৃতা।। সুনীল সেনশর্মা।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত সুনীল সেনশর্মা-র বই 'ছায়াবৃতা' পড়ে মতামত জানিয়েছেন আকাশ বৈদ্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................................. #পাঠ_অনুভূতি সুপ্রকাশ প্রকাশনার বই গুলো আমার নজর কেড়েছিল তাদের ফেসবুক পোস্টের কল্যাণে। তাদের বেশিরভাগ বইয়ের বিজ্ঞাপন পড়তে গিয়ে মনে হয়েছে তাদের বইগুলো একটু ভিন্ন, একটু অন্যরকম। বিভিন্ন বইয়ের সারসংক্ষেপ পড়তে গিয়েই সেই ভিন্নতার আভাস পেয়েছিলাম। মনে ভাবনা ছিলই বইগুলো একবার উল্টেপাল্টে দেখার। সেই অভিপ্রায়ে সংগ্রহ করেছিলাম 'ছায়াবৃতা'।  ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত। হ্যাঁ, এভাবেই নেফাকে বর্ণনা করেছেন লেখক। নেফা অর্থাৎ যাকে আমরা আজকের দিনে চিনি অরুণাচল প্রদেশ হিসেবে। সে যে শুধুমাত্র অরন্যাবৃত হওয়ার জন্য লেখকের কাছে এই নামে ভূষিত হয়েছে তা নয়, একটা নির্দিষ্ট সময় অবধি সে তো দেশের বাকি অংশের একপ্রকার ছায়াতেই ছিল। একটু একটু প্রাধান্য পেতে শুরু করে সে বাষট্টি সালের ইন্দো-চিন যুদ্ধের পর। যখন যুদ্ধের ফলাফল সরকার বাহাদুরকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সেই সময়েই লেখক ভূতা...

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

Image
কিন্তু উনিশ শতকের শেষের দিকে তো বটেই বিশ শতকের গোড়ার দিকেও অধিকাংশ ক্ষেত্রেই কম্পোজিটর কিংবা প্রেসের অন্যান্য স্তরের কর্মীদের রীতিমাফিক মজুরির একটা মোটের ওপর মান্য-মাপকাঠি থাকলেও বেতন-কাঠামোর সুষ্ঠু প্রয়োগের অভাব ছিল। দক্ষ কম্পোজিটরেরা (যাঁরা হস্তলিখিত পাণ্ডুলিপি এবং সুবোধ্য ও আপাত-দুর্বোধ্য সর্বপ্রকার হস্তলিপির পাঠোদ্ধারে সক্ষম, যাঁরা টাইপকে সঠিকভাবে টাইপ-কেসে বিতরণ করতে এবং কম্পোজকালে দ্রুত আহরণ করতে সক্ষম, যাঁরা দ্রুততার সঙ্গে পৃষ্ঠার পর পৃষ্ঠা নাগাড়ে কম্পোজ করে চলতে পারেন, যাঁরা অতি সহজেই টাইপের বিভিন্ন ধরন ও মাপকে চিহ্নিত করতে পারেন, যাঁরা দ্রুততার সঙ্গে এমনভাবে পেজ-মেকাপ করতে পারেন যাতে মেশিনম্যান বা মেশিন-প্রিন্টারের ম্যাটার সেট করতে কোনো অসুবিধা হয় না, যাঁরা উদ্দিষ্ট ভাষার বানান ও বাক্যবন্ধের মান্যতা-সম্পর্কে সচেতন, স্বল্প-ব্যবহৃত শব্দাবলী এবং অক্ষরের সঙ্গেও যাঁরা পরিচিত, যাঁরা প্রুফ-রিডারদের ব্যবহৃত চিহ্নাবলী, কৌশল ইত্যাদি-সম্পর্কে ওয়াকিবহাল... ইত্যাদি ইত্যাদি) দক্ষতার জন্য কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য শিল্প-শ্রমিকদের থেকে বেশি উপার্জন করতে সক্ষম হলেও তাদের বেতনের সঙ্গতিপূর্ণ স...

নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে গুডরিডস্ এ লিখেছেন নীল বৈদ্য। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ......................................................... নষ্ট চাঁদের আলো অলোক সান্যাল সুপ্রকাশ ৩৯৭ পাতা। দাম ৫৯০ এই উপন্যাসে উঠে এসেছে দুটো সময়ের কাহিনী। একটা বর্তমান সময়ে যেখানে আছে এমা আর এলিন দুই ভাইবোন। এছাড়া আছে ফাদার সাইমন আর ধনকুবের জোনাথন। আরেকটা সময়ে আছে ব্লাক বিয়ার্ড জলদস্যু। এই গল্পে তার উত্থান থেকে পতন সবই দেখানো হয়েছে। প্রথম দিকে গল্পের গতি কিঞ্চিৎ ধীর। শেষের ক্লাইমেক্স ভালো লেগেছে। প্রথম দিকে একটু ছাড়াছাড়া লাগলেও পরে গল্পে গতি এসে যায়। এই গল্প ঠিক থ্রিলার বা এডভেঞ্চার গল্প নয়। তবে কোথাও বিরক্তি লাগে নি। শেষে পিটার আর ব্র্কেন্টুথের কি হলো বোঝা গেলো না। শেষটা ভালো লেগেছে। আমার রেটিং 5/5