ছায়াবৃতা।। সুনীল সেনশর্মা।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত সুনীল সেনশর্মা-র বই 'ছায়াবৃতা' পড়ে মতামত জানিয়েছেন আকাশ বৈদ্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................................. #পাঠ_অনুভূতি সুপ্রকাশ প্রকাশনার বই গুলো আমার নজর কেড়েছিল তাদের ফেসবুক পোস্টের কল্যাণে। তাদের বেশিরভাগ বইয়ের বিজ্ঞাপন পড়তে গিয়ে মনে হয়েছে তাদের বইগুলো একটু ভিন্ন, একটু অন্যরকম। বিভিন্ন বইয়ের সারসংক্ষেপ পড়তে গিয়েই সেই ভিন্নতার আভাস পেয়েছিলাম। মনে ভাবনা ছিলই বইগুলো একবার উল্টেপাল্টে দেখার। সেই অভিপ্রায়ে সংগ্রহ করেছিলাম 'ছায়াবৃতা'। ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত। হ্যাঁ, এভাবেই নেফাকে বর্ণনা করেছেন লেখক। নেফা অর্থাৎ যাকে আমরা আজকের দিনে চিনি অরুণাচল প্রদেশ হিসেবে। সে যে শুধুমাত্র অরন্যাবৃত হওয়ার জন্য লেখকের কাছে এই নামে ভূষিত হয়েছে তা নয়, একটা নির্দিষ্ট সময় অবধি সে তো দেশের বাকি অংশের একপ্রকার ছায়াতেই ছিল। একটু একটু প্রাধান্য পেতে শুরু করে সে বাষট্টি সালের ইন্দো-চিন যুদ্ধের পর। যখন যুদ্ধের ফলাফল সরকার বাহাদুরকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সেই সময়েই লেখক ভূতা...