Posts

Showing posts from April, 2025

নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে গুডরিডস্ এ লিখেছেন নীল বৈদ্য। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ......................................................... নষ্ট চাঁদের আলো অলোক সান্যাল সুপ্রকাশ ৩৯৭ পাতা। দাম ৫৯০ এই উপন্যাসে উঠে এসেছে দুটো সময়ের কাহিনী। একটা বর্তমান সময়ে যেখানে আছে এমা আর এলিন দুই ভাইবোন। এছাড়া আছে ফাদার সাইমন আর ধনকুবের জোনাথন। আরেকটা সময়ে আছে ব্লাক বিয়ার্ড জলদস্যু। এই গল্পে তার উত্থান থেকে পতন সবই দেখানো হয়েছে। প্রথম দিকে গল্পের গতি কিঞ্চিৎ ধীর। শেষের ক্লাইমেক্স ভালো লেগেছে। প্রথম দিকে একটু ছাড়াছাড়া লাগলেও পরে গল্পে গতি এসে যায়। এই গল্প ঠিক থ্রিলার বা এডভেঞ্চার গল্প নয়। তবে কোথাও বিরক্তি লাগে নি। শেষে পিটার আর ব্র্কেন্টুথের কি হলো বোঝা গেলো না। শেষটা ভালো লেগেছে। আমার রেটিং 5/5