শেষ মৃত পাখি।। শাক্যজিৎ ভট্টাচার্য।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'শেষ মৃত পাখি' পড়ে লিখেছেন সুস্মিতা বসাক। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ...................................................................................... "সে কি রাত্রির শেষ মৃত পাখি, যার স্মৃতি আঁচড়াল মৃত্যুর ঘন ছায়ায় দেবযান ভয়ের মতন মৃদুসঞ্চারী স্বপ্নের পিছু নিতে? স্বপ্নের মত আয়ু চলে যায়, কখনো বা দ্রুত, কখনো বিলম্বিতে।" সালটা ১৯৭৫ এর জুন মাস, খুন হয় দার্জিলিংয়ের এক সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্র। অভিযোগের তীর যায় তারই বন্ধু রহস্য ঔপন্যাসিক অরুণ চৌধুরীর দিকে। তবে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় সে অভিযোগ দাঁড়ায়নি। কিন্তু মানুষের চোখে তার প্রতি ভাবমূর্তি বদলে যায় চিরতরে। এর ঠিক চুয়াল্লিশ বছর পর ২০১৯ এ তনয়া ভট্টাচার্য আসে দার্জিলিংয়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক তনয়া। অমীমাংসিত খুনের কাহিনী নিয়ে ধারাবাহিক কাহিনী লেখে সে পত্রিকায়। দার্জিলিংয়ে আসার উদ্দেশ্য চুয়াল্লিশ বছর আগের ঘটে যাওয়া অমিতাভ মিত্রের রহস্য কাহিনীকে কবরখানা থেকে তুলে সভ্য সমাজে আনতে। কিন্তু রহস্য কাহিনীর রসদ জ...